নয়াদিল্লি: অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি। আগেই ঘোষণা করা হয়েছিল যে ২০২৩ সালের ক্রীড়া পুরস্কারের মধ্যে অন্যতম অর্জুন পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা পেসার। এবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে এই সম্মান পান শামি। মহম্মদ শামি (Mohammed Shami) সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার অর্জুন পুরস্কার (Arjuna Award) পেয়েছেন। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক্স সম্মান, চার বছর মেয়াদে ভালো পারফরম্যান্স, নেতৃত্ব, ক্রীড়ানুরাগী এবং শৃঙ্খলার চেতনার জন্য এই পুরস্কার দেওয়া হয়। শামি ছাড়াও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায় এবং ইকুয়িস্ট্রিয়ান অনুষ আগরওয়াল অর্জুন পুরস্কার পান। 


দেশের জার্সিতে দীর্ঘ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে আসছিলেন বাংলার অভিজ্ঞ এই পেসার। গত ওয়ান ডে বিশ্বকাপে মোট ২৪ উইকেট তুলে নিয়েছিলেন মাত্র ৭ ম্য়াচ খেলে। তিনিই ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়াও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি। গোটা বছরে খেলেছেন মাচ্র ১৯ ম্যাচ। তাঁর উইকেট সংখ্যা ৪৩। 


 






খবর অনুযায়ী, শামির নাম প্রাথমিকভাব তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করার জন্য বিশেষ অনুরোধ করা হয়।তবে শুধু শামি একা নন, আরও ২৫ জন ক্রীড়াবিদকেও এই বছরে অনবদ্য পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিও এই বছরে একাধিক ট্রফি জিতে বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছেন।


শামি ছাড়াও অর্জুন পুরস্কার পেলেন টেবল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায়ও (Ayhika Mukherjee)। সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এশিয়ান গেমসে চিনের বিশ্বজয়ী জুটিকে হারান তিনি। এরপরেই অর্জুন পুরস্কার পেতে চলেছেন তারকা প্যাডলার ঐহিকা। উল্লেখ্য, চিনের চেন ওয়েং এবং ইয়দি ওয়েংয়ের বিরুদ্ধে বাংলার দুই কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukherjee) এবং ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherjee) দুরন্ত পারফর্ম করে ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ভারতের জন্য পদক নিশ্চিত করে ফেলেছিলেন। ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ স্কোরলাইনে ম্যাচ জিতেছিলেন সুতীর্থারা। এই জয়ের ফলে দুই বঙ্গতনয়া সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলছিলেন। এটাই এশিয়ান গেমসে কোনও ভারতীয় মহিলা ডাবলস জুটির প্রথম পদক ছিল।