জুরিখ: আর কয়েকমাস পরেই কাতারের মাটিতে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। তার আগেই এবার ২০২৬ সালের বিশ্বকাপের নকশাও তৈরি করে ফেলল ফিফা। তিনটি দেশে মোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগেই ঠিক হয়ে গিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলেছে ছাব্বিশের বিশ্বকাপ। ১৯৯৪ সালে শেষবার উত্তর আমেরিকায় বিশ্বকাপের আসর বসেছিল। এরপর ফের বসতে চলেছে তা।
মোট ১৬টি শহরে বিশ্বকাপ
৩টি দেশের মোট ১৬টি শহরে বসতে চলেছে ছাব্বিশের বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ৪৮ টি দেশ অংশ নিতে চলেছে। ফিফা জানিয়েছে, আমেরিকার আটলান্টা, বস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলস, মায়ামি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিস্কো ও সিয়াটেলে বসবে বিশ্বকাপের আসর। এছাড়া মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াডালাজারা ও মন্টেরি এবং কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারে হবে খেলা।
উল্লেখ্য, মেক্সিকোতে হয়েছে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ। মেক্সিকো প্রথম দেশ যারা তিন বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। কানাডা অবশ্য ২০২৬ সালেই প্রথম বার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে।
আগামী নভেম্বর থেকে কাতারের মাটিতে বসতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই ৩২টি দলও নির্ধারণ হয়ে গিয়েছে। শেষ দুটো দল হিসেবে অস্ট্রেলিয়া ও কোস্টারিকা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূলপর্বে। কাতারে মোট আটটি স্টেডিয়ামে খেলা হবে। উল্লেখ্য, ২০১৮ সালের শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, রানার্স আপ হয়েছিল ক্রোয়েশিয়া।
আরও পড়ুন: বয়স ৬৪, পরনে লুঙ্গি ও শার্ট, খালি পায়ে বল নাচিয়ে শোরগোল ফেলেছেন কেরলের জেমস