ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ড ক্রিকেটে New Zealand Cricket Team) ফের এক ধাক্কা। কয়েকদিন আগেই তারকা বোলার ট্রেন্ট বোল্ট নিজের বার্ষিক চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। এবার কলিন ডি গ্র্যান্ডহোম (Colin de Grandhomme) অবসরেরই সিদ্ধান্ত নিয়ে ফেললেন। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনার পর বুধবার (৩১ অগাস্ট) গ্রান্ডহোম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। দুই তরফেই সার্বিক সম্মতিক্রমে ৩৬ বছর বয়সি গ্র্যান্ডহোমের বার্ষিক চু্ক্তি বাতিল করা হয়েছে।
সঠিক সময়ে বিদায়
গ্র্যান্ডহোম অবসরের কারণ হিসাবে বোল্টের মতোই পরিবারের কথা তো বলেনই, পাশাপাশি তাঁর ফিটনেস নিয়েও সমস্যার কথাও প্রকাশ্যে জানান। তিনি বলেন, 'আমার বয়স যে কমছে না, সেটা তো সত্যি। উপরন্তু, অনুশীলন প্রক্রিয়া দিন দিন আরও কঠিন হচ্ছে, বিশেষত চোট আঘাতের জেরে। আমার পরিবারও বাড়ছে এবং ক্রিকেট পরবর্তী সময়ে আমি নিজের জীবন কেমন হবে, সেই নিয়েও ধীরে ধীরে পরিকল্পনা করছি। ব্ল্যাক ক্যাপসের হয়ে ২০১২ সালে অভিষেক ঘটানোর পর থেকে এতদিন খেলতে পারায় আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আমি বিগত কয়েক সপ্তাহ ধরেই এ বিষয়ে (অবসর) ভাবছিলাম এবং আমার মতে এটাই সঠিক সময়।'
নিউজিল্যান্ডের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ১১৫টি ম্যাচ খেলেছেন গ্র্যান্ডহোম। কিউয়ি অলরাউন্ডার মোট ২৬৭৯ রানের পাশাপাশি ৯১টি উইকেটও নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তিনি ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী নিউজিল্যান্ড দলের অংশ ছিলেন। ২০১৯ সালে কিউয়ি দলের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর পিছনেও গ্র্যান্ডহোমের গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিছুদিন আগে বোল্টও কিন্তু নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তির আওতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। যদিও তিনি অবশ্য এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি।
চুক্তি বাতিল বোল্টের
বোল্ট নিজের পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে এবং বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে খেলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে বোল্ট নিজে জানিয়েছেন, 'এইটা আমার জন্য একটা ভীষণ কঠিন সিদ্ধান্ত ছিল। আমি নিউজিল্যান্ড ক্রিকেটকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। নিজের দেশের হয়ে ক্রিকেট খেলাটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল এবং দেশের জার্সিতে বিগত ১২ বছর ধরে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্ব বোধ করি।'
আইসিসির বিচারে বিশ্বের এক নম্বর ওয়ান ডে বোলার স্পষ্ট করে দিয়েছেন তিনি পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 'এই সিদ্ধান্তটা আমার স্ত্রী গ্রান্ট এবং আমাদের তিন অল্প বয়সি ছেলেদের কথা ভেবেই নেওয়া। পরিবার বরাবরই আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার আগে আমি আমার পরিবারকেই রাখতে চাই, যাতে ধীরে ধীরে আমরা আমার ক্রিকেটের পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি।' জানান বোল্ট।
আরও পড়ুন: সামনে শুধু শাকিব, বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন রশিদ