ওয়েলিংটন: পাকিস্তান সফরের প্রস্তাব খারিজ করল নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। নিরাপত্তা জনিত কারণেই পাকিস্তানে কোনও ম্যাচ খেলতে তারা অস্বীকার করেছে বলে জানা গিয়েছে।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট, একদিনের ম্যাচ ও টি ২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ওই সিরিজের কোনও একটা ম্যাচ, অনন্ত একটা টি ২০ ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হয়ে তারা খেলবে কিনা, তা নিউজিল্যান্ডের কাছে জানতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন,  এই মুহূর্তে পরিস্থিতি ব্ল্যাক ক্যাপসদের সফরের পক্ষে সঠিক নয়।

তিনি আরও বলেছেন, সবচেয়ে বড় ব্যাপার, এক্ষেত্রে সরকারের নির্দেশিকা অনুসরণ করতে হয়।

বার্কলে বলেছেন, এটা ঠিক যে, এই সিদ্ধান্তে পাকিস্তান হতাশ হবে।

২০০৩-এ শেষবার পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড দল। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে সকালে নিউজিল্যান্ডের টিম হোটেলের সামনে বিস্ফোরণের জেরে সিরিজ আচমকাই শেষ হয়ে যায়।

২০০৯-এ লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর পাকিস্তান তাদের হোম গেম সংযুক্ত আরব আমিরশাহীতেই খেলছে।

বার্কলে বলেছেন, তাঁরা পাকিস্তান বোর্ড যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, সে ব্যাপারে সহানুভূতিশীল। কিন্তু চলতি প্রেক্ষাপটে পাকিস্তানে খেলার আমন্ত্রণ গ্রহণ করাটা আমাদের পক্ষে সঠিক হবে না।

উল্লেখ্য, চার মাস আগে গত নয় বছরে প্রথম দল হিসেবে পাকিস্তানে তিনটি ম্যাচ  খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।