গতকাল তৃতীয় ম্যাচে ৬৭ রানে জিতে সিরিজ দখল করেছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে সৌরভ আলাদা করে কারও প্রশংসা করেননি। তিনি দলগত পারফরম্যান্সের কথাই উল্লেখ করেছেন।
এই জয়ের পর বিরাট বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করে ম্যাচ জেতার বিষয়ে অনেক আলোচনা করেছি। সেই পরিকল্পনা কার্যকর করতে হত। আমি সেই কাজটা করেছি। কে এল-কে (রাহুল) বলেছিলাম, ওকে একটি দিক ধরে রাখতে হবে। আমার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এই দুর্দান্ত ইনিংস বিশেষ উপহার। এটাই আমার অন্যতম সেরা ইনিংস। প্রথমে ব্যাটিং করে আমরা জেতায় খুব ভাল লাগছে।’