রেকর্ড থেকেই স্পষ্ট শুধু ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’-নন, ক্রিকেটের অন্যতম 'সুপারম্যান'ও ডিভিলিয়ার্স
দুরন্ত ফর্মেই ছিলেন ডিভিলিয়ার্স। এই সময় তাঁর আচমকা অবসরের সিদ্ধান্ত সারা ক্রিকেট বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছে। আগামী একদিনের বিশ্বকাপের মাত্র এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএল কেরিয়ারে ১৪১ ম্যাচে ৩ শতরান ও ২৮ অর্ধশতরান সহ ৩৯৫৩ রান করেছেন।
আইপিএলে ডিভিলিয়ার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চলতি মরশুমে ১২ ম্যাচে ৪৮০ রান করেছেন।
৭৮ টি ২০ ম্যাচে ১০ অর্ধশতক সহ ১৬৭২ রান করেছেন ডিভিলিয়ার্স। সর্বোচ্চ স্কোর ৭৯।
একদিনের ক্রিকেটে ২২৮ ম্যাচে ৫৩.৫০ গড়ে ৯,৫৭৭ রান করেছেন ডিভিলিয়ার্স। শতরান ২৫ এবং অর্ধশতরান ৫৩। একদিনের ম্যাচে তাঁর সর্বোচ্চ স্কোর ১৭৬ রান।
১১৪ টি টেস্টে ৯১ ইনিংসে ৫০.৬৬ গড়ে ৮৭৬৫ রান করেছেন। শতরান ২২, অর্ধশতরান ৪৬। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ২৭৮ রান।
বর্তমানে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ডিভিলিয়ার্স মাঠের যে কোনও দিকে শট খেলতে পারেন। এক ঝলকে দেখে নেওয়া যাক, বিশ্বক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের রেকর্ডগুলি।
এক ভিডিও শেয়ার করে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা করে ডিভিলিয়ার্স বলেছেন, '১৪ বছর আগে এক তরুণ ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার দলে জায়গা পেয়েছিলাম। আজ সেখানে দাঁড়িয়েই আমি জানাচ্ছি যে, আমি অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি'।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক অবসরের ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ান ডে এবং ৭৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পরে এ বার আমার জায়গাটা অন্য কারও নেওয়ার পালা। আমি আমার দায়িত্ব পালন করেছি। আর সত্যি বলতে কী, আমি ক্লান্ত।’ তিনি আরও বলেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। অনেক ভেবে দেখলাম এখন আমি অবসর নিতে চাই। ভারত আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত সিরিজ জয়ের পরে মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।’
‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ ৩৪ বছরের এবি ডিভিলিয়ার্স গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -