ক্রাইস্টচার্চ: আগেই জানিয়ে দিয়েছিলেন যে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। সেইমত রবিবার ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারে শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন। আর শেষ ম্যাচে ক্রাইস্টার্চে নামার সঙ্গে সঙ্গেই নতুন এক নজির গড়লেন রস টেলর (Ross Taylor)। দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলার তালিকায় শীর্ষে উঠে এলেন টেলর। তিনি টপকে গেলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming)। ১১১ টেস্ট খেলেছিলেন ফ্লেমিং। সেখানে টেলরের ঝুলিতে এখন ১১২ টেস্ত। যদিও এই তালিকায় টেলরের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন আরেক প্রাক্তন ড্যানিয়েল ভেট্টোরি (Daniel Vettori)। তালিকায় ১০১ টেস্ট খেলে তৃতীয় স্থানে ব্রেন্ডন ম্যাককালাম। এই সিরিজেই শেষবারের মত নিউজিল্যান্ড জার্সিতে দেখা যাবে রস টেলরকে।
সিরিজে পিছিয়ে থেকে এদিন দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব ধরে রাখার লক্ষ্যে থাকা কিউয়িদের বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হার যথেষ্ট বেগ দিয়েছে। সেই ম্যাচের ভুল দ্রুত শুধরে নেওয়াই লক্ষ্য ছিল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু গোটা দিনে একবার মাত্রই সাফল্য পেল টাইগার বাহিনী। ওপেনিংয়ে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ল্যাথাম-ইয়ং জুটি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলে শরিফুল ইসলামের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান ইয়ং। তবে থামানো যায়নি ল্যাথামকে। ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট ক্রিকেটে শতরান হাঁকালেন ল্যাথাম। তবে দিনের শেষে ২৮টি বাউন্ডারির সাহায্যে ১৮৬ রান করে এবার দ্বিশতরানের লক্ষ্যে এগোচ্ছেন এই কিউয়ি ব্যাটার। তাঁর সঙ্গে ক্রিজে আছেন ডেভন কনওয়েও। তিনিও একেবারে শতরানের দোরগোড়ায়। প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত রয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও আন্তর্জাতিক ক্রিকেটকে চলতি গ্রীষ্মে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের পরই বিদায় জানাবেন টেলর। গত ৩০ ডিসেম্বরই নিজের ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার কথা ট্যুইটারে ঘোষণা করেছিলেন এই অভিজ্ঞ কিউয়ি তারকা।