সন্দীপ সরকার, কলকাতা: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup) উদ্বোধনী ম্যাচের পর হৈ চৈ পড়ে গিয়েছিল।


লক্ষাধিক দর্শকাসনের স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড (ENG vs NZ) ম্যাচ দেখতে গিয়েছিলেন নাকি আড়াই হাজার মানুষ! তাও কি না ভারতে, যে দেশে এক সময় স্লোগান উঠত, ক্রিকেট ইজ় রিলিজিয়ন, সচিন তেন্ডুলকর ইজ় গড।


তবে ক্রিকেটের নন্দনকানন বলা হয় যে স্টেডিয়ামকে, সেই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপের বোধন মন্দ হল না। শনিবার দুপুর তিনটে নাগাদ মাঠের ইলেকট্রনিক স্কোরবোর্ডে ফুটে উঠল, দর্শকসংখ্যা ১০ হাজার ৪০০। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল, সেই সংখ্যাটাই হাজার পনেরোর কাছাকাছি। প্রতিপক্ষ যেখানে ক্রিকেটবিশ্বে তথাকথিত কুলীন কোনও দেশ নয়, বরং যুযুধান বাংলাদেশ-নেদারল্যান্ডস (BAN vs NED), তাও ম্য়াচ লক্ষীপুজোর দিন, তখন এই দর্শক সংখ্যাটাই যেন উৎসাহব্যাঞ্জক।


আর মাঠের ক্রিকেট? সেটাও কি উৎসাহিত হওয়ার মতো নয়?


শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিংবদন্তি ফুটবলার য়োহান ক্রুয়েফের আদর্শ অনুসরণ করে তাঁরাও টোটাল ক্রিকেট খেলছেন। শনিবার ইডেনের বাইশ গজে ম্যাচের প্রথমার্ধে অন্তত লড়াইয়ের অঙ্গীকার দেখা গেল ডাচদের ব্যাটিংয়ে। বাংলাদেশের বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ২২৯ রান তুলল নেদারল্যান্ডস। যা ডাচ বোলারদের হাতে অন্তত লড়াইয়ের রসদ তুলে দিল।


দুই ওপেনার ব্যর্থ। কাঁধের চোটে বিশ্বকাপে বাংলাদেশের আগের দুটি ম্যাচ খেলতে পারেননি তাস্কিন আমেদ। শুক্রবার জানিয়েছিলেন, এখনও ব্যথা রয়েছে। আর তা নিয়েই নিজের প্রথম ওভারে বিক্রমজিৎ সিংহকে তুলে নেন। অপর ওপেনার ম্যাক্স ডি'উডকে তুলে নেন শোরিফুল ইসলাম। ২.২ ওভারে ৪/২ হয়ে যাওয়া দলের হয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন ওয়েসলি বারেসি। তিন নম্বরে নেমে ৪১ বলে ৪১ রান করেন তিনি। তবে মাত্র ৬ বলের ব্যবধানে বারেসি ও অ্যাকারম্যান আউট হওয়ার পর ১৪.৪ ওভারে ৬৩/৪ হয়ে যায় নেদারল্যান্ডস। এরপর ডাচ শিবিরকে বিপন্মুক্ত করেন অধিনায়ক। ৮৯ বলে ৬৮ রান করেন এডওয়ার্ডস। শেষ দিকে চালিয়ে খেলে লোগান ফান বিক ১৬ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। ৫০ ওভারে ২২৯ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। দুটি করে উইকেট শোরিফুল, তাস্কিন, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসানের।


আরও পড়ুন: BAN vs NED Exclusive: কলকাতায় ক্রিকেট উৎসবের বোধনে তামিমকে নিয়ে হাহুতাশ পদ্মাপারের অনুরাগীদের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial