গুয়াহাটি: বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচগুলো শুরু হয়ে গিয়েছে। গতকাল নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে জয় ছিনিয়ে নিল বাংলাদেশে ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। শ্রীলঙ্কার (BAN vs SL) বিরুদ্ধে খেলতে নেমে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৩ রানে অল আউট হয়ে গিয়েছিল লঙ্কা বাহিনীর ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভারে মাত্র ৩ উইকেট খুঁইয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ শিবির। এই ম্যাচে শাকিবল আল হাসান খেলেননি। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন মেহদি হাসান মিরাজ। 


বিশ্বকাপের স্কোয়াডে অভিজ্ঞ তামিম ইকবালকে না নেওয়া ও তা নিয়ে শাকিব আল হাসানকে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে গতকাল প্রথম ওয়ার্ম আপ ম্যাচে জয় কিছুটা স্বস্তি দেবে টাইগারদের। গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা মিলে ইনিংসের গোড়াপত্তন করেন। নিশাঙ্কা ৬৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৩৪ বলে ৩৪ রান করে অবসৃত হন কুশল পেরেরা। সমরিক্রমা ও আসালাঙ্কা রান পাননি তেমন। তবে লোয়ার মিডল অর্ডারে এসে ধনঞ্জয় ডি সিলভা অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫৫ রান করেন তিনি। শনাকা নিজে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মেহদি হাসান। নিজের ৯ ওভারের স্পেলে ৩৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এছাড়াও একটি করে উইকেট পান তানজিম হাসান শাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহদি হাসান মিরাজ। 


জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিই ১৩১ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভিত শক্ত করে দেন। তানজিদ হাসান ১০টি বাউন্ডারি ও ২টাে ছক্কার সাহায্যে ৮৪ রানের ইনিংস খেলেন। লিটন দাসও ৬১ রান করেন ১০টি বাউন্ডারির সাহায্যে। অধিনায়ক মেহদি ৫টি বাউন্ডারি ও ২টাে ছক্কার সাহায্য়ে ৬৭ রান করে অপরাজিত থাকেন। মুশফিকুর রহিম ৩৫ রান করে অপরাজিত থাকেন। 


এদিকে, অন্য ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল নিউজিল্য়ান্ড। গতকাল প্রথমে ব্যাট করে বোর্ডে ৫০ ওভারে ৩৪৫/৫ তোলে পাকিস্তান। ৮৪ বলে ৮০ রান করে মিচেল স্যান্টনারের বলে ফেরেন বাবর। তবে রিজ়ওয়ানকে টলানো যায়নি। সেঞ্চুরি সম্পূর্ণ করেন। ৯৪ বলে ১০৩ রান করে আহত-অবসৃত হন রিজ়ওয়ান। সউদ শাকিল ৫৩ বলে ৭৫ করেন। জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রান করেন রচিন রবীন্দ্র। অর্ধশতরান হাঁকান কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল। শেষ দিকে মার্ক চাপম্যানের ঝোড়ো হাফসেঞ্চুরি ও নিশামের দাপুটে ব্য়াটিং ৩৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতায় নিউজ়িল্যান্ডকে।