ধর্মশালা: ভারতের উচ্চতম আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার সেই মাঠে মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে পরীক্ষা ইংল্যান্ডের (Eng vs Ban)। শৈলশহরে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা কি নিজেদের ক্রিকেটীয় দক্ষতার শিখরে পৌঁছতে পারবেন?


প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ ইংরেজদের। আর সেই মঞ্চে তাঁদের সামনে এমন এক দেশ, যারা সীমিত ওভারের ক্রিকেটে প্রতিপক্ষ হিসাবে বিপজ্জনক। বাংলাদেশ। যারা প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে এই মাঠেই। তারও আগে এশিয়া কাপে ভারতকে হারিয়ে দেয়। এশিয়া সেরা হলেও সেই ক্ষত ভারতীয় শিবিরের কাছে কাঁটার মতোই হয়ে থাকবে।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ার্ল্যান্ডের কাছে পরাজয়ের পরেও চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। তবে প্রথম একাদশ নিয়ে একটা অস্থিরতা কারও নজর এড়ায়নি। তার ওপর ২০১১ ও ২০১৫ - দুটি বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজয়ের দগদগে স্মৃতি রয়েছে ইংল্যান্ডের। 


তবে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১০৬ রানে দুরমুশ করেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ১৫৩ রান করে যিনি ইংরেজ শিবিরের জয়ের ভিত সাজিয়ে দিয়েছিলেন, সেই জেসন রয় এবারের বিশ্বকাপের দলে সুযোগ পাননি। সব মিলিয়ে বিশ্বকাপে ৪ সাক্ষাতে দুই দলই জিতেছে ২ বার করে।


ইংল্যান্ডকে চাপে রাখবে ওয়ান ডে ক্রিকেটে সাম্প্রতিক ফর্ম। গত ১৫ মাসে ২০টি ওয়ান ডে ম্যাচের মধ্য়ে ৯টি জিতেছে ইংল্যান্ড। পরাজয় ১১টি ম্যাচে। ধর্মশালার পরিবেশ-পরিস্থিতি ইংল্যান্ড শিবিরকে মানসিকভাবে চাঙ্গা করতে পারে। কারণ, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে বেশ মিল রয়েছে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে এই মাঠে দাপট দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। শাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ় ৬ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। ইংল্য়ান্ডের ব্যাটারদেরও যে তাঁরা কড়া পরীক্ষার মুখে ফেলবেন, বলার অপেক্ষা রাখে না।


এর মধ্যে হইচই শুরু হয়েছে ধর্মশালার মাঠ নিয়ে। যে মাঠে বালির ভাগ বেশি হওয়ায় আউটফিল্ড এতটাই নরম যে, ক্রিকেটারদের চোট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট বা ইংরেজ অধিনায়ক জস বাটলার ইতিমধ্যে এ নিয়ে সরবও হয়েছেন। বাটলার বলেছেন, 'ম্যাচে প্রতিটি রান বাঁচানোটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই আউটফিল্ডটা যতটা ভাল হওয়া কাম্য ততটা নয়। কেউই চাইবে না চোট পেতে। তবে দুই দলের জন্যই তো এটা সমান থাকবে। আর উইকেটটা কিন্তু দারুণ দেখতে লাগছে।'


এই ম্যাচেও বেন স্টোকসের খেলার সম্ভাবনা কম। তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন বলেই খবর। এই পরিস্থিতিতে লিয়াম লিভিংস্টোন অলরাউন্ডার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।


আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial