নয়াদিল্লি: বিশ্বকাপে (ODI World Cup) টানা দশ ম্যাচ জিতে ফাইনালে নেমেছিল ভারত। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেভারিট ছিল টিম ইন্ডিয়াই। কিন্তু ফইনালে উলটপুরান। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ ভারতের। ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের মিশন হেক্সা সম্পূর্ণ।


তবে ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক যিনি, সেই ট্র্যাভিস হেড বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন না। এমনকী, দ্বাদশ ব্যক্তি হিসাবেও রাখা হয়নি তাঁকে। রানার আপ ভারতীয় দল থেকে ৬ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে আইসিসি-র বেছে নেওয়া বিশ্বকাপের সেরা একাদশে।


দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। যিনি বিশ্বকাপে নতুন আঙ্গিকে ধরা দিয়েছিলেন। পাওয়ার প্লে-তে ঝোড়ো ব্যাটিং করছিলেন। ব্যক্তিগত মাইলফলক, হাফসেঞ্চুরি বা সেঞ্চুরির পরোয়া না করে। তাঁর নিঃস্বার্থ ব্যাটিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসা। ফাইনালে বিধ্বংসী ৪৭ রান করেছিলেন। তবে খারাপ শট খেলে আউট হন। যা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। যদিও আইসিসি-র সেরা একাদশে জায়গা করে নিয়েছেন হিটম্যান।


মোট পাঁচ দেশের ক্রিকেটার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারত ছাড়াও সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কার ক্রিকেটার।


সেরা একাদশের দুই ওপেনার রোহিত ও কুইন্টন ডি'কক। দক্ষিণ আফ্রিকার তারকা ডি'কক বিশ্বকাপে ৫৯৪ রান করেছেন। ডি'কককেই দলের উইকেটকিপার করা হয়েছে। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে বিরাট কোহলি। যিনি বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও। ৭৬৫ রান করেছেন কোহলি। বিশ্বকাপে যা সর্বোচ্চ। চার ও পাঁচে নিউজ়িল্যান্ডের ডারিল মিচেল, ভারতের কে এল রাহুল। দলের দুই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও রবীন্দ্র জাডেজা। তিন পেসার ভারতের যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা। সঙ্গে স্পিনার অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পা। দ্বাদশ ব্যক্তি হিসাবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজ়েকে।


নির্বাচক হিসাবে ছিলেন ইয়ান বিশপ, কাস নাইডু, শেন ওয়াটসন, আইসিসি-র জেনারেল ম্যানেজার ওয়াসিম খান ও সাংবাদিক সুনীল বৈদ্য।


আইসিসি-র বেছে নেওয়া একাদশ: 


কুইন্টন ডি'কক (উইকেটকিপার) - দক্ষিণ আফ্রিকা (৫৯.৪০ গড়ে ৫৯৪ রান)


রোহিত শর্মা (অধিনায়ক) - ভারত (৫৪.২৭ গড়ে ৫৯৭ রান)


বিরাট কোহলি - ভারত (৯৫.৬২ গড়ে ৭৬৫ রান)


ডারিল মিচেল - নিউজ়িল্যান্ড (৬৯ গড়ে ৫৫২ রান)


কে এল রাহুল - ভারত (৭৫.৩৩ গড়ে ৪৫২ রান)


গ্লেন ম্যাক্সওয়েল - অস্ট্রেলিয়া (৬৬.৬৬ গড়ে ৪০০ রান ও ৬ উইকেট)


রবীন্দ্র জাডেজা - ভারত (৪০ গড়ে ১২০ রান ও ১৬ উইকেট)


যশপ্রীত বুমরা - ভারত (১৮.৬৫ গড়ে ২০ উইকেট)


দিলশান মধুশঙ্কা - শ্রীলঙ্কা (২৫ গড়ে ২১ উইকেট)


অ্যাডাম জ়াম্পা - অস্ট্রেলিয়া (২২.৩৯ গড়ে ২৩ উইকেট)


মহম্মদ শামি - ভারত (১০.৭০ গড়ে ২৪ উইকেট)


(দ্বাদশ ক্রিকেটার) - জেরাল্ড কোয়েৎজ়ে - দক্ষিণ আফ্রিকা (১৯.৮ গড়ে ২০ উইকেট)


আরও পড়ুন: ফাইনালে আমন্ত্রণই জানানো হয়নি? বোমা ফাটালেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।