মুম্বই: যশ রাজ ফিল্মসের (YRF Spy Universe film) স্পাই ইউনিভার্সের অন্যতম মুখ তিনি। সলমন খান (Salman Khan)। যাঁর 'এক থা টাইগার' ও 'টাইগার জ়িন্দা হ্যায়' জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। সলমন খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। কারণ, দীপাবলিতে আসছে টাইগার সিরিজের তৃতীয় ছবি - টাইগার থ্রি। আর সেই সিনেমার প্রচারের জন্য ওয়ান ডে বিশ্বকাপকে বেছে নিল প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।


ওয়ান ডে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে চুক্তি করেছে যশ রাজ ফিল্মস। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে টাইগার থ্রি-র প্রচার সারবে তারা। সিনেদুনিয়ার এক বিশেষজ্ঞ বলেছেন, 'এবার টাইগারের গর্জন শোনা যাবে অভূতপূর্বভাবে। কারণ, বিশ্বকাপের মঞ্চে টাইগার থ্রি-র প্রচার সারা হবে। ভারতের সব ম্যাচে এবং বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচেই টাইগার থ্রি-কে প্রোমোট করা হবে।'


বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। ভারত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছে। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলছে ভারত। যদিও ক্রিকেটপ্রেমীরা অধীর অপেক্ষায় রয়েছেন ১৪ অক্টোবরের। সেদিন আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ - ভারত ও পাকিস্তান। পাকিস্তান ওয়ান ডে বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেনি। সাতবারের সাক্ষাতে সাতবারই হেরেছে। এবার তাই রোহিত শর্মাদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা বাবর আজ়মের দলের।


 






আর সেই ম্যাচে টাইগার থ্রির প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছে যশ রাজ ফিল্মস। কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে, সেদিন স্টার স্পোর্টসের স্টুডিওতে হাজির হতে পারেন সলমন ও ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ। মণীশ শর্মা পরিচালিত ও আদিত্য চোপড়ার প্রযোজনায় নির্মিত টাইগার থ্রি মুক্তি পাবে দীপাবলিতে।                                           


আরও পড়ুন: ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial