NZ Vs AFG Live: আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে টানা চতুর্থ জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড

ODI World Cup 2023, NZ Vs AFG: বিশ্বকাপে এবার দুটি দলের কাছে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। একটি নিউজ়িল্যান্ড। এবারও কাপ জয়ের অন্যতম দাবিদার ব্ল্যাক ক্যাপস। দ্বিতীয় দলটি? আফগানিস্তান!

ABP Ananda Last Updated: 18 Oct 2023 08:59 PM
NZ Vs AFG Live: দুরন্ত জয় নিউজিল্য়ান্ডের

১৪৯ রানের বিশাল ব্যবধানে নিউজিল্য়ান্ড হারিয়ে দিল আফগানিস্তানকে। ১৩৯ রানে অল আউট হয়ে গেল আফগানিস্তান।

NZ Vs AFG Live: আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন

বোল্টের বলে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন আরেক আফগান আজমাতউল্লাহ ওমারাজাই।

NZ Vs AFG Live: আউট হাসমাতউল্লাহ

আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন। লকি ফার্গুসনের বলে মাত্র ৮ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন হাসমাতউল্লাহ শাহিদি।

NZ Vs AFG Live: আউট জাদরান

আফগানিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। টানা ২ উইকেট হারাল আফগানরা। ১৪ রান করে বোল্টের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ইব্রাহিম জাদরান।

NZ Vs AFG Live:আউট গুরবাজ

আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। ১১ রান করে ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরলেন রহমনউল্লাহ গুরবাজ।

NZ Vs AFG Live: পঞ্চম উইকেটে ১৪৪ রান

পঞ্চম উইকেটে প্রত্যাঘাত অধিনায়ক টম ল্যাথাম ও গ্লেন ফিলিপ্সের। পঞ্চম উইকেটে ১৪৪ রান যোগ করেন দুজনে। ৪৮তম ওভারে দুজনকেই তুলে নেন নবীন উল হক। ল্যাথাম ৬৮ ও ফিলিপ্স ৭১ রানে আউট হন।

NZ Vs AFG Live: ৫০ ওভারে ২৮৮/৬ স্কোরে শেষ করে নিউজ়িল্যান্ড

শেষ দিকে চালিয়ে খেলে ১২ বলে অপরাজিত ২৫ রান করেন মার্ক চাপম্যান। ৫০ ওভারে ২৮৮/৬ স্কোরে শেষ করে নিউজ়িল্যান্ড। আফগান বোলারদের মধ্যে নবীন ৪৮ রানে ও ওমরজ়াই ৫৬ রানে ২টি করে উইকেট নেন।

NZ Vs AFG Live Score: ৪৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৫৭/৬

একই ওভারে জোড়া উইকেট নবীন উল হকের। ৮০ বলে ৭১ রান করে ফিরলেন গ্লেন ফিলিপ্স। টম ল্যাথামকে (৬৮ রান) বোল্ড করে দিলেন নবীন। ৪৮ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৫৭/৬।

NZ Vs AFG Live: অর্ধশতরান ল্যাথামের

৬৭ বলে দুটো বাউন্ডারির সাহায্যে নিজের অর্ধশতরান পূরণ করলেন টম ল্য়াথাম।

NZ Vs AFG Live Score: ৪৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২০৫/৪

ব্যক্তিগত ৩৮ রানে থাকার সময় পড়ল টম ল্যাথামের ক্যাচ। হাফসেঞ্চুরি গ্লেন ফিলিপ্সের। ৪৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২০৫/৪।

NZ Vs AFG Live: ৩৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮১/৪

পঞ্চম উইকেটে পাল্টা লড়াই গ্লেন ফিলিপ্স ও অধিনায়ক টম ল্যাথামের। ৩৯ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮১/৪।

NZ Vs AFG Live: ৩২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৪৩/৪

৩২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৪৩/৪। গ্লেন ফিলিপ্স ১৯ রানে ও টম ল্যাথাম ১৩ রানে ক্রিজে।

ODI World Cup 2023 Live: ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১১৩/৪

উইল ইয়ং (৫৪) ও রচিন রবীন্দ্রকে (৩২) ফেরালেন আজ়মাতুল্লাহ ওমরজ়াই। ডারিল মিচেলকে (১) ফেরালেন রশিদ খান। ২২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১১৩/৪।

NZ Vs AFG Live: নিউজ়িল্যান্ডের স্কোর ৮৪/১

১৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৪/১।

ODI World Cup 2023 Live: ১৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬৫/১

মহম্মদ নবির ওভারে জোড়া ছক্কা। একটি মারলেন ইয়ং। অপরটি রচিন রবীন্দ্র। ১৩ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৬৫/১।

NZ Vs AFG Live: ৩০ রানে প্রথম উইকেট পড়ল নিউজ়িল্যান্ডের

মুজিব উর রহমানের ওভারে ১৮ বলে ২০ রান করে এলবিডব্লিউ হয়ে গেলেন কনওয়ে। ৩০ রানে প্রথম উইকেট পড়ল নিউজ়িল্যান্ডের।

NZ Vs AFG Live Score: ৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৬/০

৬ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২৬/০। ক্রিজে ডেভন কনওয়ে ও উইল ইয়ং।

ODI World Cup 2023 Live: উইল ইয়ংয়ের ক্যাচ প্রথম স্লিপে ফেলে দিলেন রহমত শাহ

ফজ়লহক ফারুকির বলে মাত্র ১ রানে থাকা উইল ইয়ংয়ের ক্যাচ প্রথম স্লিপে ফেলে দিলেন রহমত শাহ। ২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ২/০।

NZ Vs AFG Live Score: ইংল্যান্ড ম্যাচের দলকেই খেলাচ্ছে আফগানিস্তান

টস জিতে ফিল্ডিং নিয়ে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বললেন, 'নিউজ়িল্যান্ডকে কম রানে বেঁধে রাখাই লক্ষ্য।' আগের ম্য়াচের দল নিয়েই নেমেছে আফগানিস্তান।

প্রেক্ষাপট

চেন্নাই: বিশ্বকাপে (ODI World Cup) এবার দুটি দলের কাছে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের মধ্যে একটি নিউজ়িল্যান্ড। গত বিশ্বকাপের রানার্স। এবারও কাপ জয়ের অন্যতম দাবিদার ব্ল্যাক ক্যাপস। দ্বিতীয় দলটি? আফগানিস্তান!


শুনে বিস্মিত হতে হলেও, এটাই বাস্তব। চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছেন হাশমাতুল্লাহ শাহিদিরা। বিশ্বচ্যাম্পিয়নদের সিংহাসন ধরে নাড়িয়ে দিয়েছেন যেন।


আর এই পরিস্থিতিতে বুধবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি নিউজ়িল্যান্ড ও আফগানিস্তান। ফের কি অঘটন ঘটাবে আফগানিস্তান? বিশ্বকাপের চ্যাম্পিয়নদের পর কি এবার আফগান কাঁটায় বিদ্ধ হবে বিশ্বকাপের রানার আপরা?        



টুর্নামেন্টে এখনও পর্যন্ত জয়ের হ্যাটট্রিক করে বসে রয়েছে নিউজ়িল্যান্ড। পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে। ভারতের ঠিক পিছনে। রান রেটে সামান্য পিছিয়ে থাকায় পয়েন্ট সমান হলেও পিছিয়ে কিউয়িরা। অন্যদিকে, আফগানিস্তানের শুরুটা হয়েছিল কুৎসিতভাবে। প্রথমে বাংলাদেশ, পরে ভারত - পরপর দুই ম্যাচে একপেশেভাবে হেরে গিয়েছিল। তবে ব্রিটিশ-বধ করে ফের চনমনে গোটা শিবির।


এই ম্যাচে ফের নিউজ়িল্যান্ডের নেতৃত্বে ফিরছেন উইকেটকিপার টম ল্যাথাম। যিনি প্রথম দুই ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তৃতীয় ম্যাচে কেন উইলিয়ামসন ফিরেছিলেন বলে নেতৃত্বের ব্যাটনের হাতবদল হয়েছিল। তবে বাংলাদেশের বিরুদ্ধে আগের ম্যাচে আঙুল ভেঙেছে উইলিয়ামসনের। তিনি আফগানদের বিরুদ্ধে খেলতে পারবেন না। যা কিউয়ি শিবিরের কাছে বড় ধাক্কা।


মাঠে ফিরেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন উইলিয়ামসন। প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধেও সাবলীলভাবে ৭৮ রান করেছিলেন। দেখে কে বলবে যে, দীর্ঘ ৬ মাস তিনি মাঠের বাইরে ছিলেন! যদিও শেষ পর্যন্ত বিষণ্ণ মুখেই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।


টানা চার ম্যাচ জয়ের সামনে দাঁড়িয়ে কিউয়িরা। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি। এই ম্যাচে কি টিম সাউদি ফিরবেন? আঙুলের অস্ত্রোপচারের পর তিনি এখনও মাঠের বাইরে। তবে তিনি অনেকটাই সুস্থ।


কিউয়িদের বিরাট ভরসা ব্যাটিং টপ অর্ডার। উইল ইয়ং (Will Young), ডেভন কনওয়ে (Devon Conway), ডারিল মিচেল (Daryl Mitchell), রচিন রবীন্দ্র (Rachin Ravindra) - প্রত্যেকে অবিশ্বাস্য ফর্মে। আফগানিস্তানের সেরা অস্ত্র রশিদ খান, মহম্মদ নবি ও মুজিব উর রহমানের স্পিন ত্রয়ী। নিউজ়িল্যান্ড ব্য়াটারদেরও পরীক্ষা নেবেন তাঁরা। চিপকের স্পিন সহায়ক উইকেটে রশিদদের খেলা সহজ হবে না, মত বিশেষজ্ঞদের।          

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.