মুম্বই: ভারতীয় ইনিংসের ৩৬তম ওভার। কসুন রাজিথার ওভারের চতুর্থ বলটি লং অন বাউন্ডারির ওপর দিয়ে উড়িয়ে দিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বল গিয়ে পড়ল স্ট্যান্ডের দ্বিতীয় তলায়। ছক্কামিটার দেখাল, শটের দূরত্ব ১০৬ মিটার। চলতি বিশ্বকাপে রেকর্ড। ২০২৩ বিশ্বকাপে (ODI World Cup) এত বড় ছয় আর কোনও ব্যাটার মারেননি।


আইসিসিও সেই ছক্কার ভিডিও আলাদা করে আপলোড করেছে তাদের ওয়েবসাইটে। সোশ্যাল মিডিয়ায় সেই ছক্কার ভিডিও ভাইরাল। অনেকেই বলছেন, এই ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধেই নুয়ান কুলশেখরার বলে ছক্কা মেরে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই ছক্কা যেখানে পড়েছিল, সেখানকার দর্শকাসন আলাদা করে সংরক্ষণ করেছে মুম্বই ক্রিকেট সংস্থা। শ্রেয়সের ছক্কাও স্মরণীয় হয়ে থাকবে, মনে করছেন এদিনের দর্শকেরা।


বিরাট কোহলির (Virat Kohli) রান তখন ১০। দুষ্মন্ত চামিরার বল সরাসরি বোলারের দিকেই তুলে দিলেন বিরাট। ফলো থ্রুতে কার্যত লোপ্পা ক্যাচ। কিন্তু শরীরের ভারসাম্য় ধরে রেখে বল তালুবন্দি করতে পারলেন না শ্রীলঙ্কার (Ind vs SL) পেসার। স্কোরবোর্ড বলছে, কোহলির ব্য়ক্তিগত রান তখন ১৭ বলে মাত্র ১০। দলের স্কোর ২৫/১।


নতুন জীবন পেয়েই যেন নিজেকে নতুন প্রতিজ্ঞায় বেঁধে ফেললেন কোহলি। প্রাণ যায় যাক, উইকেট না যাক। আর কোহলির সেই সংকল্পের ঝাঁঝ যে কীরকম, ভালই টের পেলেন শ্রীলঙ্কার বোলাররা। ৯৪ বলে ৮৮ রান করে ভারতীয় ইনিংসের ভিত সাজিয়ে দিলেন কোহলি। ঘটনাচক্রে, সচিন তেন্ডুলকরেরর সামনেই। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে সচিনের ব্রোঞ্জের মূর্তি বসিয়ে উদযাপন করল মুম্বই ক্রিকেট সংস্থা। বুধবার সেই মূর্তি উন্মোচিত হয়েছে। বৃহস্পতিবারও সচিন মাঠেই ছিলেন। আর নিজের চোখে দেখলেন শিষ্যের ব্যাটিং তাণ্ডব। তাঁকে দেখেই তো কোহলি গেয়ে উঠেছিলেন, তুঝমে রব দিখতা হ্যায়...


ম্যাচের তখন প্রথম ওভার। দিলশান মধুশঙ্কাকে ফ্লিক করে বাউন্ডারি মেরে শুরু করলেন রোহিত শর্মা। প্রথম বলেই। কিন্তু দ্বিতীয় বলেই বিপত্তি। বোল্ড হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।


সেখান থেকে ইনিংসের হাল ধরলেন কোহলি। দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ। ভারতীয় ইনিংসে নতুন আশার সঞ্চার করলেন কোহলি। 


তবে সেঞ্চুরির মুখ থেকে ফিরতে হল গিল ও কোহলি - দুজনকেই। ৯২ বলে ৯২ রান করে মধুশঙ্কার শিকার গিল। কোহলিকেও ফেরালেন মধুশঙ্কা। ৮৮ রানে। তবে ততক্ষণে ভারতীয় ইনিংস থার্ড গিয়ারে চলতে শুরু করেছে।


আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial