বেঙ্গালুরু: বলা হচ্ছিল, দুই দলের কাছেই মরণ-বাঁচন পরিস্থিতি (ODI World Cup)। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে নিউজ়িল্যান্ডকে। সেই সঙ্গে নেট রান রেট বাড়িয়ে রাখতে জিততে হবে বড় ব্যবধানে। যাতে রান রেটের বিচারে ফটো ফিনিশ হলে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকা যায়। শ্রীলঙ্কার সামনে শেষ চারের দরজা আগেই বন্ধ হয়ে গিয়েছে (NZ vs SL)। দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদেরও সামনে অবশ্য রয়েছে জয়ের তাগিদ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের জন্য ২ পয়েন্ট মহার্ঘ শ্রীলঙ্কার কাছে।


ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার খেলায় সেই মরিয়া লড়াই খুঁজে পাওয়া গেল না। বরং নিউজ়িল্যান্ডের বোলিং বিভাগই দাপট দেখাল। ৪৬.৪ ওভারে মাত্র ১৭১ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা।


নিউজ়িল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়লেন ট্রেন্ট বোল্ট। ১০ ওভারে তিন-তিনটি মেডেন নিলেন তিনি! আধুনিক ওয়ান ডে ক্রিকেটে যা অবিশ্বাস্য। মাত্র ৩৭ রান খরচ করে ৩ উইকেট নিলেন বোল্ট। শিকারের তালিকায় কারা? কুশল মেন্ডিস, সাদিরা সমরাবিক্রমা ও চরিথ আসালঙ্কা। তার মধ্যে ইনিংসের পঞ্চম ওভারে দুই উইকেট। সেখানেই শ্রীলঙ্কা ব্যাটিংয়ের কোমর ভেঙে যায়।


শ্রীলঙ্কা ইনিংসে প্রথম ধাক্কাটা দেন টিম সাউদি। আঙুল ভেঙে যাওয়ায় যিনি বিশ্বকাপের শুরুর দিকে খেলতে পারেননি। ফিট হয়ে ফিরে নিয়মিত উইকেট তুলছেন। এদিন নিজের প্রথম ওভারেই তিনি পাথুম নিশাঙ্কাকে তুলে নেন। ওই ওভারেই কুশর পেরেরার ক্যাচ উইকেটের পিছনে টম ল্যাথাম ফেলে না দিলে উইকেট সংখ্যা বাড়ত সাউদির।


কুশল পেরেরার যখন ক্যাচ পড়ে, কোনও রান করেননি তিনি। তারপর ২৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে যান তিনি। কুশলই শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার। 


একটা সময় ১২৮/৯ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তখন মনে হয়েছিল, ১৩০ রানেই হয়তো শেষ যাবে শ্রীলঙ্কার ইনিংস। তবে দশম উইকেটে লড়াই করলেন মহেশ তিকশানা ও দিলশান মধুশঙ্কা। দশম উইকেটে ৪৩ রান যোগ করলেন তিকশানা ও মধুশঙ্কা। তিকশানা ৯১ বলে ৩৮ রানে অপরাজিত রইলেন। আর ৪৮ বলে ১৯ রান করলেন মধুশঙ্কা। লড়াই এবার নিউজ়িল্যান্ডের ব্যাটারদের। বড় ব্যবধানে জয় মানেই কলকাতায় পাকিস্তান শিবিরের ওপর প্রাণান্তকর চাপ তৈরি হয়ে যাওয়া।


আরও পড়ুন: ABP Exclusive: পন্থকে নিয়ে উচ্ছ্বাস কলকাতার ক্রিকেটপ্রেমীদের, কী বললেন সৌরভ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial