সন্দীপ সরকার, কলকাতা: রবিবার সাতসকালে রেড রোডে পৌঁছেই হতবাক হতে হল। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ভুল লেখা হল। বিরাট কোহলিরা!


প্রত্যেকের মাথার ওপরই তুলে ধরা ব্য়াট। কারও মুখে প্রশান্তি। কারও অভিব্যক্তিতে আগ্রাসন। কেউ আবার গলার শির ফুলিয়ে হুঙ্কার দিচ্ছেন।


ঘোর কাটল, যখন বোঝা গেল, প্রায় বিরাটের (Virat Kohli) সাইজের সার দিয়ে দাঁড়ানো চেহারাগুলি কাট আউট। প্লাইউড দিয়ে তৈরি। আসল বিরাট নন। রবিবার ৩৫ পূর্ণ করছেন কিংগ কোহলি। এদিনই আবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) মহারণ। তার আগে বিরাট-বরণে প্রস্তুত শহর। কোহলি ভক্তরা রেড রোডে এক অভিনব আয়োজন করেছেন। যেখানে রাস্তার ধারে সার দিয়ে দাঁড় করানো হয়েছে কোহলির ৪৮টি কাট আউট। ওয়ান ডে-তে ৪৮ সেঞ্চুরির প্রতীক হিসাবে। প্রত্যেকটি কাট আউটের নীচে লেখা 'সেঞ্চুরি ১', 'সেঞ্চুরি ২', 'সেঞ্চুরি ৩'... ইত্যাদি। সেই সঙ্গে লেখা প্রার্থনা। ইডেনেই যেন ইতিহাস স্পর্শ করেন প্রিয় নায়ক। ৪৯তম ওয়ান ডে সেঞ্চরি যেন হয় ক্রিকেটের নন্দন কাননেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যে দলের বোলিং আক্রমণে রয়েছেন কাগিসো রাবাডা, মার্কো জানসেনের মতো রথী-মহারথীরা। বিরাট ভক্তরা চান, বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ ছারখার হোক ব্যাটের শাসনে।


আর ৪৯তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করুন কোহলি। মাস্টার ব্লাস্টারকেই যে আদর্শ মানেন চেজ়মাস্টার।


রেড রোডের কাট আউটের সারির সামনে জনতা জনার্দনের ভিড়। সকলেই কোহলির কাট আউটের সঙ্গে ছবি তুলছেন। পোজ দিচ্ছেন। বিহার থেকে এসেছেন একদল যুবক-যুবতী। তাঁদের মধ্যে একজন আবার ডেনমার্কে থাকেন কর্মসূত্রে। বহুদিন আগেই এই ম্যাচের টিকিট কেটে রেখেছিলেন। রাত জেগে ট্রেন সফর করে সকলে মিলে পৌঁছে গিয়েছেন কলকাতায়। ম্যাচের অনেক আগেই জাতীয় পতাকা, রোহিত শর্মাদের জার্সি পরে হাজির ময়দানে। জানালেন, কোহলির জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক অর্ডার দিয়েছেন। সকলেরই একটাই প্রার্থনা। ভারত জিতুক। আর কোহলির ৪৯তম সেঞ্চুরিটা হয়ে যাক ইডেনেই।


সিএবি কর্তারা কোহলির জন্মদিন পালনের বিরাট পরিকল্পনা করেছিলেন। বিরাটের মুখোশ, গ্যালারিতে কেক বিতরণ - আইসিসি ও বোর্ডের আপত্তিতে সবই বাতিল হয়েছে। আপাতত কোহলির হাতে স্মারক হিসাবে বিশেষ ব্যাট তুলে দেওয়া হবে। কেক পাঠিয়ে দেওয়া হবে ড্রেসিংরুমে।


রেড রোড কয়েকদিন আগেই দেখেছে দুর্গাপুজোর কার্নিভাল। রবিবার পুজোর আমেজকেই উস্কে দিচ্ছে বিরাট-বরণ প্রস্তুতি।


আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial