হায়দরাবাদ: এশিয়া কাপ দুঃস্বপ্নের কেটেছে। সুপার ফোর থেকেই বিদায় নিতে হয়েছে। উদ্বেগ বাড়িয়েছে চোট আঘাত। কাঁধের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন নাসিম শাহ। হ্যারিস রউফের ফিটনেস নিয়েও রয়েছে প্রশ্ন। সেই সঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে, বিশ্বকাপে পাকিস্তান (Pakistan Cricket Team) কত দূর এগতে পারবে?


ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চে অবশ্য পাকিস্তানকে ফের ধাক্কা খেতে হল। হায়দরাবাদে নিউজ়িল্যান্ড (New Zealand) ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তানকে। তাও ৩৪৫ রান তাড়া করে।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজ়ম। ফকর জামান নয়, এই ম্যাচে পাকিস্তানের হয়ে ইনিংস ওপেন করেন আবদুল্লা শফিকি। সঙ্গে ইমাম উল হক। তবে ব্য়াট হাতে দুজনই ব্যর্থ। শফিকি ১৪ রান করে ও ইমাম মাত্র ১ রানে ফিরে যান। এরপরই ইনিংসের হাল ধরেন বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ান। খাতায় কলমে পাকিস্তানের সেরা দুই ব্যাটার। ৮৪ বলে ৮০ রান করে মিচেল স্যান্টনারের বলে ফেরেন বাবর। তবে রিজ়ওয়ানকে টলানো যায়নি। সেঞ্চুরি সম্পূর্ণ করেন। ৯৪ বলে ১০৩ রান করে আহত-অবসৃত হন রিজ়ওয়ান। সউদ শাকিল ৫৩ বলে ৭৫ করেন। প্রথমে ব্য়াট করে ৫০ ওভারে ৩৪৫/৫ তোলে পাকিস্তান।


নিউজ়িল্যান্ডের বোলারদের মধ্যে ২ উইকেট পান বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। একটি করে উইকেট পেয়েছেন ম্যাট হেনরি, জেমস নিশাম ও লকি ফার্গুসন।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। কোনও রান না করে ফিরে যান ডেভন কনওয়ে। হাসান আলির বলে। সেই হাসান আলি, যিনি নাসিম শাহর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন। তবে রচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন ইনিংসের হাল ধরেন। ৭২ বলে ৯৭ রান করে, সেঞ্চুরির চেয়ে মাত্র তিন কদম আগে ফিরে যান রচিন। উইলিয়ামসনের চোট সারেনি বলে লেখালিখি হচ্ছে। বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের প্রথম ম্যাচে খেলবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়। তবে এদিন হাপসেঞ্চুরি করে উঠে যান। সতীর্থদের ব্যাটিং প্র্যাক্টিসের সুযোগ করে দেবেন বলে। 


ডারিল মিচেলও হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন। শেষ দিকে মার্ক চাপম্যানের ঝোড়ো হাফসেঞ্চুরি ও নিশামের দাপুটে ব্য়াটিং ৩৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতায় নিউজ়িল্যান্ডকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial