সন্দীপ সরকার, কলকাতা: শুক্রবার বিকেলের দিকে ইডেন গার্ডেন্স (Eden Gardens) চত্বরে একটা কথা খুব ঘোরাফেরা করছিল। নেটে ব্যাটিং অনুশীলন না করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মের (Babar Azam) উচিত টস প্র্যাক্টিস করা। শনিবার ইডেনে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড (PAK vs ENG)। যে ম্যাচে কার্যত অসাধ্য সাধনের হাতছানি পরাক শিবিরের সামনে। সেমিফাইনালে যাওয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে ইংরেজ শিবিরকে ২৮০ রানেরও বেশি ব্যবধানে হারাতে হবে। এবং তার জন্য টস জিতে শুরুতে ব্যাটিং করে নেওয়া সেরা বিকল্প।
আর টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হলে? ইংল্যান্ড যত রানই তুলুক না কেন, সেই লক্ষ্যপূরণ করতে হবে ৫-৬ ওভারের ভেতর। ধরুন, প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলল ২৫০। দেখা গেল, নেট রান রেটে নিউজ়িল্যান্ডকে ছাপিয়ে যেতে ৫ ওভারের মধ্যে সেই রান তুলে দিতে হবে পাকিস্তানকে। বুক ক্রিকেটেও যে লক্ষ্যের পিছনে তাড়া করে জেতা অসম্ভব।
আর মাহেন্দ্রক্ষণে সেই টসই হেরে বসলেন বাবর আজ়ম। পাকিস্তানের শেষ চারের সম্ভাবনাও কার্যত সেই সময়ই কফিনবন্দি। বাবর রাখঢাক না করে বললেন, 'আমরা প্রথমে ব্য়াটিং করে নিতে চেয়েছিলাম। কিন্তু টস তো আমাদের হাতে নেই।'
হাল না ছাড়ার প্রতিজ্ঞাও শোনা গেল পাক অধিনায়কের গলায়। বললেন, 'আমাদের হাতে ভাল বোলার রয়েছে। ওদের অল্প রানে দ্রুত আউট করতে চাই। আমাদের দলে একটা পরিবর্তন হয়েছে। হাসান আলি খেলছে না। ওর পরিবর্তে খেলছে শাদাব খান। আমরা ফখরের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে রয়েছি। নিজেদের সেরাটা দেব।'
যদিও পাক ক্রিকেটারদের শরীরী ভাষা থেকে কোনও ঝাঁঝ পাওয়া গেল না। ম্যাচ শুরু হওয়ার আগেই যেন বিষাদের সুর । কীভাবে অসাধ্য সাধন সম্ভব, ভেবে যেন কুলকিনারা পাচ্ছিলেন না শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিমরা।
জস বাটলার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বললেন, 'উইকেট দেখে ভালই মনে হচ্ছে। একটু শুকনো মনে হচ্ছে। আমরা পিচের ফায়দা শুরুতেই তুলে নিতে চাই। আমাদের দলে কোনও পরিবর্তন হয়নি। আগের ম্যাচের দলই খেলানো হচ্ছে। আমরা দল হিসাবে খেলছি। নিজেদের দক্ষতার প্রতি সুবিচার করতে হবে।'
আরও পড়ুন: ম্যাক্সওয়েলের ইনিংস দুর্দান্ত, তবে সর্বকালের সেরা মানতে নারাজ সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন