সুনীত হালদার, সালকিয়া: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) দারুন খেলছে ভারত (Indian Cricket Team)। তবে চ্যাম্পিয়ন হতে গেলে এখনও অনেকটা পথ যেতে হবে রোহিত শর্মাদের (Rohit Sharma)। এই মন্তব্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। বুধবার সালকিয়ায় একটি দুর্গাপুজোর উদ্বোধন করেন সৌরভ। সেখানেই তিনি বিশ্বকাপ নিয়েও কথা বলেন।


বুধবার সন্ধ্যায় সালকিয়ার বাবুডাঙ্গায় দুর্গাবাড়ি মহাপুজোর ৬০তম বর্ষের পুজো উদ্বোধন করেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ। সালকিয়া সংহতি সংঘের উদ্যোগে এ বছরের পুজোর থিম লালমাটির পুরুলিয়া। গোটা মণ্ডপে আদিবাসী সমাজের সংস্কৃতি এবং জীবনধারা তুলে ধরা হয়েছে। মণ্ডপের আশেপাশে বাজছে ধামসা মাদল।


প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন সৌরভ। তারপর সাংবাদিকদের তিনি বলেন, 'বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ভারত। তবে এখনও অনেকটা পথ বাকি। চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে রোহিত শর্মাদের। সবে গ্রুপ পর্বের ম্যাচ শুরু হয়েছে। এখনও গ্রুপ পর্বে ৬টি ম্যাচ ও সেমিফাইনাল, ফাইনাল সব বাকি। পরে বোঝা যাবে ভারতীয় দল কতদূর যাবে। তবে ভারতীয় দলে সবাই ভাল খেলছে।'


কয়েকদিন আগেই এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে সৌরভ বলেছিলেন, 'এশিয়া কাপ থেকেই বলে আসছি, সোশ্যাল মিডিয়াতেও লিখেছি যে, ভারত খুব শক্তিশালী দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে, খুব একটা অবাক নই। দারুণ বোলিং আক্রমণ। বুমরা দুর্দান্ত ছন্দে। আমি দেখতে চাই শামিও এই বোলিং আক্রমণে যুক্ত হচ্ছে। তাহলে ভারতের বোলিং আরও শক্তিশালী হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকাও খুব শক্তিশালী দল। অস্ট্রেলিয়াকে ওরাও হারিয়েছে। ভাল বিশ্বকাপ হচ্ছে।'


পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পরপর দু'ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। সৌরভ বলেছিলেন, 'অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্সে আমি খুব একটা অবাক নই। কারণ ওদের ব্যাটিং খুব দুর্বল। আমরা অস্ট্রেলিয়া ভাবলেই আগের অস্ট্রেলিয়া ভাবি। স্টিভ ওয়, মার্ক ওয়, পন্টিং, গিলক্রিস্ট এদের। সেই মান এই অস্ট্রেলিয়া দলে নেই। ভারতও হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে। ভাল করে না খেললে আরও অনেক দল হারিয়ে দেবে।'


এখনও পর্যন্ত বিশ্বকাপে কার পারফরম্যান্স নজর কাড়ল? দাদা বলছেন, 'ভারতের বোলিং সেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে এল রাহুলের ইনিংস অসাধারণ। বিরাটের ইনিংসও। তবে বিরাটের চেয়েও এগিয়ে রাখব কে এল রাহুলের ইনিংসকে। কুইন্টন ডি’কক খুব ভাল খেলছে। দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করেছে। খুব ভাল খেলছে। রোহিত শর্মাও দুর্দান্ত ব্যাটিং করেছে আফগানিস্তানের বিরুদ্ধে।'


আরও পড়়ুন: ABP Exclusive: দেবী দুর্গার বেশে ক্রিকেটার শামির স্ত্রী হাসিন, বলছেন ধর্ম যার যার, উৎসব সবার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial