ভিডিওতে দেখা যাচ্ছে ১৯৯৬ সালের উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনাল চলছিল সেসময়। টেনিস কোর্টে সবে খেলা শুরু করছেন স্টেফি। ঠিক সেইমুহূর্তে তাঁকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেন এক ভক্ত। এই প্রস্তাব শুনে অডিটোরিয়ামে উপস্থিত সমস্ত দর্শক তো হেসে ফেলেনই, স্টেফিও নিজের হাসি চাপতে পারেননি। তবে স্টেফির উত্তরে আরও তাজ্জব হয়ে যান উপস্থিত দর্শকেরা। স্টেফি পাল্টা সেই ভক্তকে প্রশ্ন করেন, আপনার কত টাকা আছে?
প্রসঙ্গত সেই ম্যাচটিতো জিতেই ছিলেন স্টেফি, উইম্বলডন চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। এরপর পাঁচ বছর বাদে তিনি বিয়ে করেন টেনিস প্লেয়ার আন্দ্রে আগাসিকে।
ভিডিওতে দেখুন সেই মজার মুহূর্তটি