প্যারিস: প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে জিতেছে ভারত (India vs Argentina)। সোমবার অলিম্পিক্স (Paris Olympics) হকির গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত সিংহদের সামনে আর্জেন্তিনা। হকির দুনিয়ায় যাদের বলা হয় 'আনপ্রেডিক্টেবল'। আর্জেন্তিনা যে হকি ম্যাচে কখন অঘটন ঘটাবে, তা কেউ আগাম বলতে পারে না।


টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছিল ভারত। পেনাল্টি স্ট্রোকে গোল করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ।


আর্জেন্তিনার বিরুদ্ধেও কঠিন পরীক্ষা দিতে হতে পারে ভারতকে। দক্ষিণ আমেরিকার দল আর্জেন্তিনা পরিচিত ম্যান টু ম্যান মার্কিংয়ের জন্য। ভারতের মাঝমাঠকে সামলাতে হবে আর্জেন্তিনার কড়া হকির ধাঁচকে। পুল বি-তে রয়েছে ভারত। যে পুলে আগের অলিম্পিক্সের সোনা জয়ী বেলজিয়াম, শক্তিশালী অস্ট্রেলিয়ার মতো দল রয়েছে। সঙ্গে নিউজ়িল্যান্ড ও আয়ার্ল্যান্ড। যে কারণে এই পুলকে বলা হচ্ছে পুল অফ ডেথ। নক আউটে যেতে হলে আর্জেন্তিনার বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলতে মুখিয়ে থাকবেন আর শ্রীজেশরা। সোমবার জিতলে কোয়ার্টার ফাইনালের দিকে আরও এক কদম এগিয়ে যাবে ভারত।


২০১৬ সালে রিও অলিম্পিক্সে সোনা জিতেছিল আর্জেন্তিনা। সেবার একমাত্র ভারতই হারিয়েছিল তাদের। টোকিও অলিম্পিক্সেও আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারিয়েছিল ভারত। শেষ পাঁচ সাক্ষাতে ভারত ৪ বার হারিয়েছে আর্জেন্তিনাকে। একটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, রেকর্ডবুক বলছে, সাম্প্রতিক দ্বৈরথের ইতিহাসে এগিয়ে ভারত।

 

অলিম্পিক্সে দুই দল ৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে পাঁচবারই জিতেছে ভারত। তিনটি ম্যাচ ড্র হয়েছে। মাত্র একটি ম্যাচে জিতেছে আর্জেন্তিনা। হকি বিশ্বকাপে অবশ্য এগিয়ে আর্জেন্তিনা। ৮ বারের সাক্ষাতে আর্জেন্তিনা জিতেছে ৫ ম্যাচে। ২টি জয় ভারতের। একটি ম্যাচ ড্র হয়েছে। সব মিলিয়ে ৬১ ম্যাচে ভারত জিতেছে ৩৫ বার। আর্জেন্তিনা জিতেছে ২০ ম্যাচ। ড্র হয়েছে ৬টি ম্যাচ।

 

কাদের ম্যাচ

অলিম্পিক্স হকিতে পুল বি-র ম্যাচে মুখোমুখি ভারত-আর্জেন্তিনা

কখন খেলা

ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল ৪.১৫ মিনিটে

কোথায় দেখবেন

টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

অনলাইন স্ট্রিমিং

মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ


আরও পড়ুন: বিক্রি হয়ে গেল ইন্ডিয়া সিমেন্টস, ধোনি ও চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কী?







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।