টোকিও: মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় অ্যাথলিটই চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় বুধবার ৪৩ নম্বরে নেমে গেল ভারত।


১৩টি সোনা, ৪টি রুপো ও ৫টি ব্রোঞ্জ সহ মোট ২২টি পদক পেয়ে তালিকায় এক নম্বরে উঠে এসেছে জাপান। ১২টি সোনা, ৬টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক-সহ মোট ২৭টি পদক পেয়ে তালিকায় দুই নম্বরে রয়েছে চিন। মার্কিন যুক্তরাষ্ট্র নেমে গিয়েছে তিন নম্বরে। পদক সংখ্যায় অন্যান্য দেশের তুলনায় এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। মোট ৩১টি পদক জিতেছে তারা। তবে সোনার পদক ১১টি হওয়ায় তালিকায় তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।


পদক তালিকায় ৪৩ নম্বরে ভারতের সঙ্গে যুগ্মভাবে রয়েছে বুলগেরিয়া, কলম্বিয়া, ডেনমার্ক, জর্ডন, নর্থ ম্যাসেডোনিয়া, পোল্যান্ড, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।


বুধবার দিনটা ভারতের জন্য মিশ্রভাবে কাটল। টোকিও অলিম্পিক্সে মহিলাদের হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে হেরে যায় ভারত। তবে ব্যাডমিন্টনে দাপট দেখান পি ভি সিন্ধু। হংকংয়ের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে নক আউটে পৌঁছে গিয়েছেন সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৬।


অন্যদিকে, তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ১/৩২ রাউন্ডে ইউক্রেনের ওলেকস্লি হানবিনের বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জেতেন ভারতের তরুণদীপ রাই। ১/৩২ রাউন্ডে ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে পৌঁছন প্রবীণ যাদবও। বিশ্বের ২ নম্বর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চমক দেন তিনি। তবে ১/১৬ রাউন্ডে হেরে যান প্রবীণ।


তিরন্দাজিতে অনবদ্য ছন্দে রয়েছেন দীপিকা। বুধবার পরপর দুই ম্যাচ জিতে তিনি মহিলাদের ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোয় (১/৮ এলিমিনেশন রাউন্ড) পৌঁছে গেলেন।


কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিচ্ছেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের বক্সার।


মীরাবাঈ চানুর রুপো জয় ছাড়া টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের জন্য শুধুই হতাশার ছবি। সেই ছবি কি পাল্টাবে? অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।