নয়াদিল্লি: পর পর দুটি অলিম্পিক্সে পদক। অলিম্পিক্সের মঞ্চে দেশকে গর্বিত করে অভিনন্দনের জোয়ারে ভাসছেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।  এদিন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধু ও তাঁর কোচ পার্ক তায়ে-স্যাংকে সংবর্ধনা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, নির্মলা সীতারামন ও অনুরাগ ঠাকুর।


সংবর্ধনা অনুষ্ঠানে সিন্ধু তাঁর সাফল্যের জন্য সরকার ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমার যখন কিছু প্রয়োজন হয়েছে, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার ও স্পোর্টস অথরিটি। কখনও ফিরিয়ে দেয়নি। এজন্য স্পোর্টস অথরিটি ও সরকারকে ধন্যবাদ। স্টেডিয়ামে দর্শকরা ছিলেন না। কিন্তু আমি জানতাম যে, দেশে কোটি কোটি মানুষ আমাকে সমর্থন করছেন। এই সাফল্য আমি তাঁদেরকেই উৎসর্গ করতে চাই।তাঁদের  অবদান ও আত্মত্যাগের জন্য আমার বাবা-মার প্রতি আমি কৃতজ্ঞ। 


নির্মলা সীতারামন বলেছেন, অবিরাম প্রচেষ্টা, অক্লান্ত অনুশীলন ও ঐকান্তির অধ্যাবসায়ই সিন্ধুর এই সাফল্যের কারণ। সেইসঙ্গে পরিবার, কোচ ও ফিজিও-র সাহায্যও বড় ভূমিকা নিয়েছে। বারেবারেই ব্যাডমিন্টন খেলোয়াড় নিজেকে প্রমাণ করেছেন। এর আগে রিও-তে , এবার টোকিও-তে। 


জি কিষাণ রেড্ডি বলেছেন, আমি পিভি সিন্ধুকে অভিনন্দন জানাই। এই সাফল্যর জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি এবং এর ফলাফল সবার চোখের সামনে রয়েছে। অলিম্পিক্সে দ্বিতীয় পদক জিতেছেন তিনি। 


কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, আপনি তরুণ প্রজন্মের আইকন, অনুপ্রেরণা। আপনি ভারতের অন্যতম সেরা অলিম্পিয়ান। আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং ১৩৫ কোটি ভারতীয়র মুখে হাসি ফুটিয়েছেন। 


উল্লেখ্য, রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এবারও অলিম্পিক্সের শুরু থেকেই ছন্দে ছিলেন। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় তাঁর সোনা বা রুপোর পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। রবিবার ছিল ব্রোঞ্জের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিলেন দুই সেমিফাইনালের পরাজিতরা। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে সিন্ধু প্রথম গেম জিতে নেন মাত্র ২৩ মিনিটে। ২১-১৩ ব্যবধানে। দ্বিতীয় গেমে চিনা প্রতিপক্ষ কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় গেমও জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমের ব্যবধান সিন্ধুর পক্ষে ২১-১৫।