কেপটাউন: মাঝে আর মাত্র তিনদিন। এরপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট আয়োজিত হতে চলেছে। আর মহারণের আগে প্রােটিয়া বোলারদের সাবধান করে দিলেন প্রাক্তন প্রোটিয়া পেসার ফ্যানি ডিভিলিয়ার্স। রাবাডা, ইয়েনসেন, কোয়েৎজের সামনে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন বিরাট কোহলি, তা বলার অপেক্ষা রাখে না। তাই বিরাটের উইকেটের মূল্য সবাই জানেন। তাঁকে যত তাড়াতাড়ি আউট করা যাবে, ততই দক্ষিণ আফ্রিকা শিবিরের জন্য মঙ্গল।
এক সাক্ষাৎকারে ফ্য়ানি ডিভিলিয়ার্স বলেন, ''আসন্ন সিরিজে বিরাটকে আউট করতে হলে নিজেদের ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে। চতুর্থ স্ট্যাম্পে বল করতে হবে নাগাড়ে। আর অপেক্ষা করতে হবে যে ও কখন ভুল শট খেলে। এটাই একমাত্র উপায় বিরাটকে আউট করার। ও টেকনিক্যালি শক্তিশালী প্লেয়ার। ওকে অন্যভাবে আউট করার চেষ্টা করা বৃথা। অথবা আক্রমণ করাও ভুল।''
দেশের জার্সিতে ৮৫টি ওয়ান ডে ও ১৮টি টেস্ট খেলা ডিভিলিয়ার্স বলেন, ''ভারতের পেস বোলিং অ্যাটাক এবার ভীষণ শক্তিশালী। প্রথমবার ওদের দেখে মনে হচ্ছে যে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ওরা এসেছে। বুমরা, সিরিজের মত বিশ্বমানের বোলার রয়েছে ওদের বোলিং অ্য়াটাকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদেরও সাবধানে থাকতে হবে।''
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট। আর গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে আচমকায় দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। কারণ সঠিকভাবে জানা না গেলেও বোর্ড সূত্রে খবর, পারিবারিক কারণে আচমকায় দেশে ফিরতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। বোর্ডের থেকে অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। যার জন্য তিন দিনের ইন্টার স্কোয়াড যে প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে খেলছেন না বিরাট কোহলি। তবে বোর্ডের সূত্রে জানানো হয়েছে প্রথম টেস্টের আগেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা বিরাটের। লেখো সেঞ্চুরিয়নের খেলা হবে প্রথম টেস্ট।
এদিকে আঙ্গুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। ওয়ানডে সিরিজের দলেও ছিলেন এই ডান হাতে ওপেনার। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে গিয়ে আঙুলে চোট পান রুতুরাজ। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আঙ্গুলের চোট এখনো পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি রুতুরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি। ডিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন রুতুরাজ। দু'মাসের টেস্ট সিরিজের আগে ঋতুরাজের ফিট হয়ে ওঠা কোনভাবেই সম্ভব নয়।"