করাচি: ফের ক্রিকেট মাঠে করোনার (Corona Virus) কোপ। অতিমারির বাড়বাড়ন্তের জেরে স্থগিত হয়ে গেল পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের (Pak vs WI) একদিনের সিরিজ। যা আগামী শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। আগামী বছরের জুন মাসে স্থগিত হয়ে যাওয়া এই সিরিজ খেলা হবে।


পাকিস্তানের বিরুদ্ধে খেলতে করাচিতে পৌঁছানোর পর থেকেই ক্যারিবিয়ানদের করোনা আতঙ্ক তাড়া করছে। করাচিতে আসার পর তিন খেলোয়াড় এবং এক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই ধাক্কা সামলে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়। কিন্তু তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আরও পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত সকলকেই নিভৃতবাসে পাঠানো হয়। ভাঙাচোরা দল নিয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ান ডে সিরিজ খেলার বিষয়ে অনিচ্ছুক ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে এই সিরিজ সুপার লিগের অন্তর্ভুক্ত। যে লিগের ওপর দাঁড়িয়ে রয়েছে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে কার সরাসরি খেলবে সেই বিষয়টি। তাই ঝুঁকি নেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।


বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 'পিসিবির কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজের বাকি ১৫ জন খেলোয়াড় এবং ছ'জন সাপোর্ট স্টাফের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। ওয়েস্ট ইন্ডিজের ২১ জনেরই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বৃহস্পতিবারের টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে দুই বোর্ডের তরফে জানানো হয়, দুই দলের খেলোয়াড়দের কথা ভেবে একদিনের সিরিজ পিছিয়ে দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: ফের এগিয়ে গিয়েও ড্র, হাফসেঞ্চুরির ম্যাচে এটিকে মোহনবাগানকে জেতাতে ব্যর্থ রয় কৃষ্ণ


প্রসঙ্গত, আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে গিয়ে বারবার কোনও না কোনও সমস্যায় পড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ক্রিকেট টিম নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে পাকিস্তান থেকে দেশে ফিরে গিয়েছিল। যা নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। তারপর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে দেয়। এবার ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হলেও মাঝপথে সমস্যা। স্থগিতই করে দিতে হল ওয়ান ডে সিরিজ।