করাচি: পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে ভারতীয় ক্রিকেট দল সেনা টুপি পরায় আপত্তি জানাল পাকিস্তান সরকার। আইসিসি-র ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি পাকিস্তানের মন্ত্রীদের।

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে সেনা টুপি পরে খেলতে নামেন বিরাট কোহলিরা। এ বিষয়ে আপত্তি জানিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘সারা বিশ্ব দেখেছে, ভারতীয় ক্রিকেট দল নিজেদের টুপির বদলে সেনাবাহিনীর টুপি পরেছে। আইসিসি কি এটা দেখেনি? আমাদের মনে হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিষয়টি উত্থাপন করার আগে এটা দেখা আইসিসি-র দায়িত্ব।’



পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘এটা ক্রিকেট নয়। ভারতীয় দলকে যদি না থামানো হয়, তাহলে কাশ্মীরে নৃশংসতার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট দলেরও কালো আর্মব্যান্ড পরা উচিত।’