প্যারিস: ফ্রান্সের রাজধানী প্যারিসে বসেছে এবারের অলিম্পিক্সের আসর। গত কয়েকদিন নানারকম অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী থেকেছে এই শহর। তার মধ্যে উল্লেখযোগ্য কিছুদিন আগেই রাতের বেলায় ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনা। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ডাকাতির খবরও পুলিশের কাছে এসেছে প্রতিনিয়ত। এবার তাই নিরাপত্তা আরও কঠিন করতে চলেছে সেখানকার প্রশাসন। টুর্নামেন্টের প্রতিদিন প্রায় ৩০ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে যা ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তো প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে।
এবারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের অন্য়তম চমক নদীতে প্যারেড অনুষ্ঠান। শ্যেন নদীতে প্যারেড হবে। যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরেই। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে দুটি উচ্চ প্রশিক্ষিত কে৯ সারমেয়র দল প্যারিসে নিরাপত্তার কাজে সাহায্য করবে। এই টুর্নামেন্টে নিরাপত্তার দায়িত্বে থাকছে ভারতের আধাসামরিক বাহিনীও। মোট ১০টি বিশেষ দলকে প্যারিসে পাঠানো হয়েছে। প্রতিযোগিতার সময় বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব থাকবেন তাঁরা। এছাড়াও প্যারিস অলিম্পিক্স আয়োজকরা এবার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিতে চলেছেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাথলিটদের অনেক সময় সোশ্য়াল মিডিয়ায় বিদ্রপ, কটুক্তি করা হয়, যা মানসিকভাবে তাঁদের বিপর্যস্ত করে তোলে, তা ধরে ফেলার জন্য একরকম মনিটরিং সিস্টেম তৈরি করা হয়েছে। যে বা যিনি কোনও বিদ্রুপমূলক পোস্ট করবেন তাঁকে চিহ্নিত করে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে। ডোপিং সংক্রান্ত নিয়ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের গাইডলাইনও মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য়, প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় অলিম্পিক্স ফেডারেশনের তরফে প্রতিটি অলিম্পিয়ানকেই একটি বিশেষ কিট বক্স দেওয়া হয়েছে। তার মধ্য়ে ঠিক কী কী রয়েছে? ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ (Srihari Nataraj) নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিট ব্যাগের ভিতর ঠিক কী কী রয়েছে, তা অনুরাগীদের দেখান। 'প্যারিস অলিম্পিক্স ২০২৪ কিট আনবক্সিং' ক্যাপশন দিয়ে একটি ভিডিও আপলোড করেন ২৩ বছর বয়সি সাঁতারু। তাঁর ভিডিও অনুযায়ী প্রতিটি অলিম্পিয়ানকেই ফেডারেশনের তরফে দুইটি করে স্যুটকেস দেওয়া হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এক বিশেষ জার্সি তো রয়েইছে, এছাড়াও স্যুটকেসে একাধিক ভারতীয় দলের জার্সি রয়েছে। অনুশীলন, ম্যাচের জন্য পৃথক পৃথক জার্সি, জুতো এবং আরও না না প্রয়োজনীয় জিনিস রয়েছে ওই স্যুটকেসে।