PBKS vs KKR, IPL 2023 Live: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পাঞ্জাবের বিরুদ্ধে হার নাইট রাইডার্সের
PBKS vs KKR Score Live: শনিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে কলকাত নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
থামল না বৃষ্টি, শুরু হল না আর খেলা। ডাকওয়ার্থ লুইস নিয়মে পাঞ্জাবের বিরুদ্ধে হার কেকেআরের
১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে কেকেআরের স্কোর ১৪৬। বৃষ্টির জন্য বন্ধ হল খেলা।
পরপর উইকেট হারাল কেকেআর। ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার।
১৯ বলে ৩৫ রান করে প্যাভিলিয়ন ফিরলেন আন্দ্রে রাসেল।
১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান বোর্ডে তুলে নিল কেকেআর। ৩৬ বলে ৭৪ রান দরকার নাইটদের এই ম্যাচ জিততে।
পরপর ২ উইকেট হারাল কেকেআর। ক্যাচ আউট হয়ে ফিরলেন রানা, প্রথম বলেই আউট রিঙ্কু।
৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিল কেকেআর।
নাথান এলিসের বল ২২ রান করে বোল্ড হয়ে ফিরলেন রহমনউল্লাহ গুরবাজ ।
ব্যাট করতে নেমেই পরপর ২ উইকেট হারাল কেকেআর। ফিরলেন মনদীপ ও অনুকূল।
স্টেডিয়ামে ফ্লাডলাইটে সমস্যা। ছটি টাওয়ারে ফ্লাডলাইট ছাড়া জ্বললই না বাকি গুলো। কেকেআরের ব্য়াটিং শুরু হতে দেরি।
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলল পাঞ্জাব কিংস।
পরপর উইকেট হারাচ্ছে পাঞ্জাব। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন শিখর ধবন।
পাঞ্জাবের তৃতীয় উইকেটের পতন। জীতেশ শর্মাকে ফেরালেন টিম সাউদি।
৪ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট তুল নিজের কোটার ওভার পূরণ করলেন উমেশ যাদব।
অর্ধশতরানের পরই ক্যাচ আউট হয়ে ফিরলেন রাজাপক্ষে।
৩০ বলে অর্ধশতরান পূরণ করলেন ভানুকা রাজাপক্ষে।
১৮ বলে ৩১ রানে অপরাজিত ভানুকা রাজাপক্ষে। ৭ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর ৬৯/১।
ঝোড়ো ব্যাটিং ভানুকা রাজাপক্ষের। ৬ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৫৬/১। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এটা পাওয়ার প্লে-তে পাঞ্জাবের সর্বোচ্চ স্কোর।
১২ বলে ২৩ রান করে টিম সাউদির বলে কট বিহাইন্ড হলেন প্রভশিমরন সিংহ। ২ ওভারের শেষে কেকেআরের স্কোর ২৩/০।
এক ওভারের শেষে পাঞ্জাবের রান বিনা উইকেটে ৯ রান।
কেকেআরের নতুন অধিনায়ক নীতীশ রানা জানিয়ে দিলেন, তাঁর দলে চার বিদেশি আন্দ্রে রাসেল, টিম সাউদি, সুনীল নারাইন ও রহমতুল্লা গুরবাজ।
প্রেক্ষাপট
মোহালি: শনিবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে কলকাত নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ২ দল। বিকেল ৩.৩০ থেকে শুরু আগামীকাল কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ।
কেমন থাকছে আবহাওয়া?
আগামীকালের ম্যাচে মোহালিতে আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সেখানকার তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের পর দিয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বিক্ষিপ্ত মেঘলা আকাশ থাকবে সারাদিন ধরেই। বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে ৫০ শতাংশ দিনের বেলা। তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। যা ৯১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৬৮। দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫২। প্রথম ইনিংসে ব্য়াট করা দল ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করা দল ৪ বার জয় পেয়েছে।
মোহালিতে কেকেআর পঞ্জাব কিংসের (PBKS vs KKR) মুখোমুখি হতে চলেছে। টুর্নামেন্টে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বেশ কয়েকজন তারকাকে পাবে না। পঞ্জাব কিংসের হয়ে কাগিসো রাবাডাকে দেখা যাবে না, নেই লিয়াম লিভিংস্টোনও। অপরদিকে, দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকায় দুই বাংলাদেশি তারকা শাকিব আল হাসান ও লিটন দাস এখনও কেকেআর
ক্যাম্পে যোগ দেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -