চণ্ডীগড়: করোনা পরিস্থিতিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিতে চান হরভজন সিংহ। জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার জানিয়েছেন যে, তিনি পঞ্জাবের জলন্ধরে একটি জমি কেনার পরিকল্পনা করছেন। সেখানে খাদ্যশস্য ফলাতে চান টার্বুনেটর। সেই জমির ফসল গরিবদের মধ্যে বিতরণ করতে চান কিংবদন্তি অফস্পিনার।


শনিবার হরভজন বলেন, “এই মহামারীকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই পরিস্থিতিতে বুঝতে পেরেছি যে, আমি অন্যদের সাহায্য করতে পারি। এটা আমার মানবতাকে জাগিয়ে তুলেছে। তাই আমি আমাদের সমাজের দরিদ্রদের জন্য খাদ্যশস্য ফলাতে কিছু কৃষিজমি কেনার পরিকল্পনা করেছি।” হরভজন যোগ করেন, “উৎপাদিত ফসল মন্দিরগুলিতে, অভাবী লোকদের কাছে যাবে এবং এটাই আমাকে আরও তৃপ্তি দেবে। একে অপরের পাশে দাঁড়ানোই মূল বিষয়।"

৩৯ বছর বয়সী হরভজন ইনস্টাগ্রাম লাইভে আর. অশ্বিনকেও তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন।