প্রো কবাডি লিগ: দাবাং দিল্লি ৩৯-৩০-এ হারাল বেঙ্গল ওয়ারিয়র্সকে
ABP Ananda, Web Desk
Updated at:
25 Oct 2018 01:04 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: প্রো কবাডি লিগের সাতাশতম ম্যাচে দাবাং দিল্লি ৩৯-৩০ পয়েন্টে হারিয়ে দিল বেঙ্গল ওয়ারিয়র্সকে। পুনের শ্রী শিব ছত্রপতি কমপ্লেক্সে হল এই ম্যাচ। প্রথমার্ধ্বের শেষে দিল্লি এগিয়ে ছিল ১৬-১৩ পয়েন্টে।
শনিবার বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ যোদ্ধার ম্যাচ টাই হয়ে যায়, ফলে পয়েন্টে এগিয়ে ছিল ওয়ারিয়র্স। তারা প্রথমে রিভিউ নিলেও তা ব্যর্থ হয়। ফলে দিল্লি এক পয়েন্টে এগিয়ে যায়, স্কোর হয় দিল্লির পক্ষে ৯-৮। এরপর বেঙ্গল ওয়ারিয়র্সের পুরো টিম অলআউট যায়। দিল্লির হয়ে নবীন, চন্দ্রন, রবিন্দর পহল ও যোগিন্দর নরবাল চার পয়েন্ট করে পান। বেঙ্গলের হয়ে জেং কুন লি পান ১০ পয়েন্ট, মনিন্দর সিংহ ৬ ও মহেশ গৌড় ৫ পয়েন্ট পান।
প্রো কবাডি লিগের আঠাশতম ম্যাচে পুনেরি পল্টন ২৭-২৫ পয়েন্টে হারাল বেঙ্গালুরু বুলসকে। এই নিয়ে আটটি ম্যাচের ৫টিতেই জয় পেল পুনে। ইতিমধ্যেই ৩০ পয়েন্ট পেয়েছে তারা, গ্রুপ এ-তে এক নম্বরে রয়েছে। উল্টোদিকে তিনটি ম্যাচ খেলে বেঙ্গালুরুর এটিই প্রথম হার।
পুনের দল প্রথমার্ধ্বে ১৩-১০-এ এগিয়ে ছিল। কিন্তু বেঙ্গালুরু দ্বিতীয়ার্ধ্বে দারুণভাবে ম্যাচে ফেরে। একটা সময় ২৫-২৫ চলছিল দুই দল। কিন্তু পুনের খেলোয়াড়রা টানা পয়েন্ট তুলে ২৭-২৫-এ ম্যাচ জিতে নেন।
নয়াদিল্লি: প্রো কবাডি লিগের সাতাশতম ম্যাচে দাবাং দিল্লি ৩৯-৩০ পয়েন্টে হারিয়ে দিল বেঙ্গল ওয়ারিয়র্সকে। পুনের শ্রী শিব ছত্রপতি কমপ্লেক্সে হল এই ম্যাচ। প্রথমার্ধ্বের শেষে দিল্লি এগিয়ে ছিল ১৬-১৩ পয়েন্টে।
শনিবার বেঙ্গল ওয়ারিয়র্স ও ইউ যোদ্ধার ম্যাচ টাই হয়ে যায়, ফলে পয়েন্টে এগিয়ে ছিল ওয়ারিয়র্স। তারা প্রথমে রিভিউ নিলেও তা ব্যর্থ হয়। ফলে দিল্লি এক পয়েন্টে এগিয়ে যায়, স্কোর হয় দিল্লির পক্ষে ৯-৮। এরপর বেঙ্গল ওয়ারিয়র্সের পুরো টিম অলআউট যায়। দিল্লির হয়ে নবীন, চন্দ্রন, রবিন্দর পহল ও যোগিন্দর নরবাল চার পয়েন্ট করে পান। বেঙ্গলের হয়ে জেং কুন লি পান ১০ পয়েন্ট, মনিন্দর সিংহ ৬ ও মহেশ গৌড় ৫ পয়েন্ট পান।
প্রো কবাডি লিগের আঠাশতম ম্যাচে পুনেরি পল্টন ২৭-২৫ পয়েন্টে হারাল বেঙ্গালুরু বুলসকে। এই নিয়ে আটটি ম্যাচের ৫টিতেই জয় পেল পুনে। ইতিমধ্যেই ৩০ পয়েন্ট পেয়েছে তারা, গ্রুপ এ-তে এক নম্বরে রয়েছে। উল্টোদিকে তিনটি ম্যাচ খেলে বেঙ্গালুরুর এটিই প্রথম হার।
পুনের দল প্রথমার্ধ্বে ১৩-১০-এ এগিয়ে ছিল। কিন্তু বেঙ্গালুরু দ্বিতীয়ার্ধ্বে দারুণভাবে ম্যাচে ফেরে। একটা সময় ২৫-২৫ চলছিল দুই দল। কিন্তু পুনের খেলোয়াড়রা টানা পয়েন্ট তুলে ২৭-২৫-এ ম্যাচ জিতে নেন।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -