বার্মিংহাম: অল ইংল্যান্ড ওপেনে (All England Open 2024) ভারতের হতাশা অব্যাহত। দুই বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন পিভি সিন্ধুও (PV Sindhu) ভারতের খরা কাটাতে পারলেন না। ৪২ মিনিটের ম্যাচে বিশ্বের এক নম্বর তারকার বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হলেন ভারতীয় তারকা শাটলার। দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়ে গেল সিন্ধুর দৌড়।
গত বারের চ্যাম্পিয়ন তথা বিশ্বের এক নম্বর মহিলা শাটলার অ্যান সে ইয়ং ম্যাচের শেষ অবধি দাপট দেখান। ম্যাচের স্কোর সিন্ধুর বিপক্ষে ১৯-২১, ১১-২১। অবশ্য অ্যানের কাছে সিন্ধুর হারটা নতুন কিছু নয়। সিন্ধুর বিরুদ্ধে বরাবরই অপ্রতিরোধ্য অ্যান। এই নিয়ে নাগাড়ে সাত ম্যাচে সাতটি জয় পেলেন অ্যান। এই সাত ম্যাচে মাত্র একটি গেমই জিততে পেরেছেন সিন্ধু। ম্য়াচের একেবারে শুরুটা সিন্ধু কিন্তু খুব খারাপ করেননি।
প্রথম গেমেই ৪-১ এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। ভারতীয় শাটলারকে ছন্দেও দেখাচ্ছিল। তবে অ্যানের দুর্দান্ত রক্ষণের সামনে আটকে পড়তে হয় সিন্ধুকে। মুহূর্তের মধ্যেই অ্যানের রক্ষণকে আক্রমণে বদলে ফেলার দক্ষতাই সিন্ধুকে চাপে ফেলে। পিছিয়ে পড়েও প্রথম গেমের মাঝের বিরতির সময় ১১-৮ এগিয়ে যান অ্যান। বিরতির সময় সিন্ধুকে তাঁর কোচ প্রকাশ পাড়ুকোনের সঙ্গে আলাপ আলোচনা করতে দেখা যায়। ম্যাচে অতিআগ্রাসী মেজাজে খেলতে গিয়েই একাধিক ভুল করেন ভারতীয় তারকা। তা সত্ত্বেও তিনি লড়াই করে গেম ১৯-২০ স্কোর পর্যন্ত টেনে নিয়ে যান। তবে জাজমেন্টের ভুলের জেরে সিন্ধু শেষ পয়েন্টটা হারিয়ে প্রথম গেম খোয়ান।
দ্বিতীয় গেমে অ্যান আরও ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ ও রক্ষণের সঠিক মিশ্রণে সিন্ধুকে উড়িয়ে ম্যাচ জিতে নেন দক্ষিণ কোরিয়ান তারকা। সিন্ধুর বিদায়ের সঙ্গে সঙ্গে অল ইংল্যান্ড ওপেনে সিঙ্গেলসে ভারতীয় মহিলা শাটলারদের দৌড়ও শেষ হয়ে গেল। আকর্ষি কাশ্যপ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছিলেন। পুরুষদের মধ্যেও সিঙ্গেলসে কেবল লক্ষ্য সেনই এখনও পর্যন্ত টুর্নামেন্টে টিকে রয়েছেন। প্রাক্তন ফাইনালিস্ট লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে চতুর্থ বাছাই অ্যান্ডার্স অ্যান্টনসেনের মুখোমুখি হবেন। এইচএস প্রণয় এবং কিদাম্বি শ্রীকান্ত ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ধারাবাহিকতার অপর নাম শরথ! সিঙ্গাপুর ওপেনে ইতিহাস গড়লেন তারকা ভারতীয় প্যাডলার