IND vs AUS: অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয়দের জন্য সুখবর, শুরু হচ্ছে দিল্লি-মেলবোর্ন বিমান পরিষেবা
Qantas Airways Service: আগামী ৩১ অক্টোবর মেলবোর্নে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ। তার তিনদিন আগে থেকে বিমান পরিষেবা শুরু হচ্ছে।

নয়াদিল্লি: দীর্ঘ সময় বন্ধ ছিল। কিন্তু ফের দিল্লি-মেলবোর্ন বিমান পরিষেবা (Delhi-Melbourn Air Service) শুরু করতে চলেছে কোয়ান্টাস এয়ারওয়েজ (Qantas Airways)। চলতি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে ফের দিল্লি-মেলবোর্ন বিমান পরিষেবা। আসলে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে আগামী ১৯ অক্টোবর থেকে। তার জন্য়ই এই বিমান পরিষেবা ফের শুরু করতে চলেছে
আপাতত সূত্রের খবর, এই রুটে ২৭ অক্টোবর থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত সপ্তাহে তিনটি বিমান পরিষেবা চালু থাকবে মেলবোর্ন-দিল্লি রুটে। চলতি বছরের জুন মাস থেকে এই রুটে বিমান চলাচল বন্ধ ছিল।
আগামী ৩১ অক্টোবর মেলবোর্নে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ। তার তিনদিন আগে থেকে বিমান পরিষেবা শুরু হচ্ছে। দিল্লি থেকে প্রথম বিমানটি ২৮ অক্টোবর মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছাবে। ম্যাচ দেখতে আসা ভারতীয়দের জন্য যা দারুণ একটা খবর হতে চলেছে।
টিকিটের চাহিদা তুঙ্গে
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার হয়ত খেলতে দেখা যাবে ২ ভারতীয় ক্রিকেটারকে। তাঁদের দেখার জন্য টিকিটের চাহিদা নিঃসন্দেহে বাড়ছে। সিডনিতে আগামী ২৫ অক্টোবর তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্য়াচের টিকিট নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছে প্রায়। তবে উল্লেখযোগ্য বিষয় হল প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের টিকিট না কি সব বিক্রি হয়ে গিয়েছে। আগামী ২৯ অক্টোবর এমসিজিতে প্রথম টি-টোয়েন্টি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতের সহ অধিনায়ক শুভমন গিল। যিনি আবার ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতের নতুন অধিনায়ক এখন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফেও আভাস দেওয়া হয়েছিল যে দুই কিংবদন্তি ক্রিকেটারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সংবর্ধিত করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০-২১ মরশুমে শেষবার ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার বর্ডার গাওস্কর ট্রফিতে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ইতিহাস গড়েছিল ভারতীয় টেস্ট দল। পিছিয়ে থেকেও সিরিজ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া। অন্য়দিকে ওয়ান ডে ফর্ম্য়াটে ৩ ম্য়াচের সিরিজ খেলেছিল ভারত। যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে এবার তিন ম্য়াচের সিরিজে শুভমন গিলের নেতৃত্বে খেলতে নামবে ভারত।























