করাচি: পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) আজ ধুন্ধুমার লড়াই। একদিকে ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদিকে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। শাদাব খান বনাম সরফরাজ আমেদ লড়াই।
লাহোর কালান্দার্সের কাছে আগের ম্যাচে ৬৩ রানে হারতে হয় গ্ল্যাডিয়েটর্সকে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স আজ মাঠে নেমেছে পাকিস্তান সুপার লিগে ট্রফি জয়ের দৌড়ে ফিরে আসার জন্য। লিগে এখনও পর্যন্ত তিনটি হার ও মাত্র একটি জয় নিয়ে নিজেদের কোনও ছাপ ফেলতে পারেনি তারা। অন্যদিকে, ইসলামাবাদ ইউনাইটেড এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বেশ ভাল জায়গায় রয়েছে। তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড। আগের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বড় জয় পেয়েছে তারা।
বর্তমানে পাকিস্তানে জোরকদমে চলছে পাকিস্তান সুপার লিগ (PSL 2023)। এই টুর্নামেন্টের একটি ম্যাচে এক পাক ক্রিকেটারের শট মারার ধরন দেখে পাকিস্তানি ক্রিকেটপ্রেমী ও পাকিস্তানি সাংবাদিকরা তাঁকে ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সঙ্গে তুলনা করছেন। যা ভারতীয় ভক্তরা খুব একটা পছন্দ করছেন না। পাকিস্তান সুপার লিগের (PSL 2023) ম্যাচটি করাচির মাঠে চলছিল যেখানে পেশোয়ার জালমির ব্যাটসম্যান মোহাম্মদ হ্যারিস প্রথমে ব্যাট করতে গিয়ে উইকেটের চারধারে শট মারার চেষ্টা করেন। তিনি ভারতীয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের মতোই শট মেরে বল পাঠিয়ে দেন মাঠের বাইরে।
এরপর পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক ফরিদ খান ব্যাটসম্যান মোহাম্মদ হ্যারিসকে সূর্যকুমার যাদবের সঙ্গে তুলনা করতে শুরু করেন। এটা অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মোটেও ভালো লাগেনি। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পাক সাংবাদিককে ট্রোলও করেছেন।
কাদের ম্যাচ
মুখোমুখি ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স
কোথায় ম্যাচ
করাচি
কখন শুরু
ম্যাচ শুরু হয়েছে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০
কোথায় দেখবেন
ভারতে এই ম্যাচ দেখা যাচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি মোবাইলেও দেখা যাচ্ছে পিএসএলের এই ম্যাচ। সোনি লিভ অ্যাপে স্মার্টফোনে সরাসরি দেখতে পাবেন ম্যাচের সম্প্রচার।