লন্ডন: রাহুল দ্রাবিড়ই তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার, এমনটাই জানালেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এই মুহূর্তে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট চলছে। সেখানেই বিবিসি টিএমএসের মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে অতিথি ছিলেন সুনাক। লর্ডসে বাউন্সার কৌশলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার সময় দ্রাবিড়ের মতো ইংলিশদের খেলা উচিত কিনা জানতে চাওয়া হলে সুনক হেসে বলেন, ''রাহুল দ্রাবিড় সত্যিই আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। আমি তাঁর কৌশল, তাঁর মনোভাব, ব্যক্তিত্ব পছন্দ করতাম।''
ব্রিটিশ প্রধানমন্ত্রী কথায় কথায় এমনটাও জানান যে মাঠে বসে সচিন তেন্ডুলকরের খেলাও দেখেছেন তিনি। স্মৃতি রোমন্থন করে সুনক বলেন, ''২০০৮ সালে যখন জঙ্গি হামলা হয়েছিল তখন ভারত সফরে গিয়েছিল ইংল্যান্ড টিম। আমিও এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই সময়ে ভারতে গিয়েছিলাম। জঙ্গি হামলার পরেই চেন্নাইতে একমাত্র টেস্ট খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড দল। ওই টেস্টেই মাঠে ছিলাম। দুর্দান্ত খেলছিলেন সচিন। দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরেছিলাম আর ভারত জিতেছিল।'' রবিন স্মিথ, ম্যালকর্ম মার্শালদের খেলা দেখার সৌভাগ্যও তাঁর হয়েছিল বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এদিকে, অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ৩০০-র অধিক লিড নিয়েই প্রথম সেশন শেষ করে অস্ট্রেলিয়া। চার উইকেটের বিনিময়ে ২২২ রানে দ্বিতীয় সেশন শুরু করলেও, টাঙ ও ব্রডের আগুনে বোলিংয়ে ২৭৯ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। পরপর দুই ওভারে ক্য়ামেরন গ্রিন (১৮) ও অ্যালেক্স ক্যারিকে (২১) ফেরান অলি রবিনসন। প্যাট কামিন্স (১১), জস হ্যাজেলউড (১) কেউই রান পাননি। শেষে চোট পাওয়া নাথান লায়ন কার্যত এক পা নিয়েই ব্যাট করতে নামেন। তিনি চার রানে আউট হন। স্টুয়ার্ট ব্রড চার উইকেট নেন। রবিনসন ও টঙ দুইটি উইকেট নেন।
ইংল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হয়নি। ১৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। জ্যাক ক্রাউলি (৩) ও অলি পোপকে (৩) মিচেল স্টার্ক শুরুতেই সাজঘরে ফেরত পাঠান। এরপর কামিন্স জো রুট (১৮) ও হ্যারি ব্রুককে (৪) আউট করেন কামিন্স। মাত্র ৪৫ রানে উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ইংল্যান্ড। এই অবস্থায় ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ইনিংসের হাল ধরেন। এই দুই তারকাই দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ডাকেট ৫০ রানে অপরাজিত থাকেন। স্টোকসের সংগ্রহ ২৯ রান।