মুম্বই: ঘরোয়া ক্রিকেটে তারা যে কত শক্তিশালী, তা ফের একবার প্রমাণ করে দিচ্ছে মুম্বই ক্রিকেট দল। রঞ্জি ট্রফির সেমিফাইনালে কার্যত একপেশেভাবে তামিলনাড়ুকে হারিয়েছিল মুম্বই। ফাইনালেও একপেশেভাবে জয়ের দিকে এগোচ্ছে মুম্বই (Mumbai vs Vidarbha)। সব কিছু ঠিকঠাক চললে মুম্বইয়ের রেকর্ড ৪২তম রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয় শুধু সময়ের অপেক্ষা।


মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে চালকের আসনে মুম্বই। তাদের প্রথম ইনিংসে তোলা ২২৪ রানের জবাবে বিদর্ভের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১০৫ রানে। ব্যাটিং ভরাডুবি হল বিদর্ভের। সর্বোচ্চ রান? যশ রাঠৌরের ২৭! দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন ব্যাটার। যশ রাঠৌর ছাড়া ওপেনার অথর্ব তাইডে (২৩ রান), আদিত্য ঠাকরে (১৯ রান) ও যশ ঠাকুর (১৬ রান)। মাত্র ৪৫.৩ ওভারে শেষ হয়ে গেল বিদর্ভের ইনিংস। 


মুম্বই বোলাররা দাপট দেখালেন। ৩টি করে উইকেট পেয়েছেন ধবল কুলকার্নি, শামস মুলানি ও তনুশ কোটিয়ান। ১ উইকেট শার্দুল ঠাকুরের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বসেছিল মুম্বই। যশ ঠাকুরের স্বপ্নের ডেলিভারিতে বোল্ড হয়ে যান পৃথ্বী শ। মুম্বই ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। বিদর্ভের পেসার যশ ঠাকুরের একটি বল গুড লেংথ স্পটে পড়ে দ্রুত গতিতে ভেতরের দিকে ঢুকে আসে। পৃথ্বী কোনওভাবেই সেই বল সামলাতে পারেননি। ভেঙে যায় তাঁর মিডল স্টাম্প। স্পিডোমিটার দেখায়, বলটির গতি ঘণ্টায় ১৩৩ কিলোমিটারেরও বেশি। ১৮ বলে মাত্র ১১ রান করে ফিরলেন পৃথ্বী। যশ ঠাকুরের বলে পরাস্ত হয়ে। তারপর যেভাবে তিনি ক্রিজে দাঁড়িয়েছিলেন, তা থেকেই অনুমান করা যায় যে, কতটা ভ্যাবাচ্যাকা খেয়েছিলেন পৃথ্বী।


তবে ৩৪/২ হয়ে যাওয়ার পর ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছেন মুম্বইয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে। গোটা রঞ্জি মরশুমে যিনি ছন্দ হাতড়ে বেরিয়েছেন। তবে প্রয়োজনের সময় সেরা ইনিংসটা খেলছেন রাহানে। দ্বিতীয় দিনের শেষে ৫৮ রান করে ক্রিজে তিনি। সঙ্গী মুশীর খান। তিনিও হাফসেঞ্চুরি করেছেন। ৫১ রান করে অপরাজিত আছেন। বিদর্ভের চেয়ে ২৬০ রানে এগিয়ে গিয়েছে মুম্বই। এখান থেকে ম্যাচ বাঁচানো বিরাট পরীক্ষা হতে চলেছে বিদর্ভের।


আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে