এর আগে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্কের। তিনি ৫২ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন। আজ ৪৪-তম ম্যাচেই সেই রেকর্ড ভেঙে দিলেন রশিদ। এই তালিকায় প্রথম পাঁচে আছেন যথাক্রমে সাকলিন মুস্তাক (৫৩ ম্যাচ), শেন বন্ড (৫৪ ম্যাচ) ও ব্রেট লি (৫৫ ম্যাচ)।
গত মাসেই টি-২০ ফর্ম্যাটে বোলারদের তালিকার শীর্ষস্থান দখল করেন রশিদ। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে কনিষ্ঠতম হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে যাওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। এখনও টি-২০-তে বোলারদের মধ্যে শীর্ষেই আছেন তিনি। কয়েকদিনের জন্য একদিনের ক্রিকেটেও বোলাদের মধ্যে শীর্ষে ছিলেন এই আফগান। আজ তিনি গড়লেন নয়া নজির।
গতবার আইপিএল-এর আগে তাঁকে চার কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১৪টি ম্যাচে ১৭ উইকেট নেন এই লেগস্পিনার। এবার ৯ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছে হায়দরাবাদ।