সুন্দরের বোলিং অস্বস্তিতে ফেলে মুম্বই ইন্ডিয়ান্সের টপ-অর্ডার, বিশেষ করে রোহিত শর্মাকে। অধিনায়ক রোহিত দ্বিতীয় ওভারেই সুন্দরকে হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে পবন নেগির হাতে ধরা পড়েন। পরের তিন ওভারেও চমত্কার লাইন, লেংথে বল ফেলে মুম্বইয়ের ব্যাটসম্যানদের বেঁধে রাখেন সুন্দর। গোটা স্পেলে একটিও বাউন্ডারি দেননি। ফলে ২০২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মুম্বই ধাক্কা খায়। যদিও পরে ঈশান কিষাণ (৯৯) ও কায়রন পোলার্ড (৬০) পিটিয়ে খেলেন। ১২-তম ওভারে মুম্বই ছিল ৪ উইকেট ৭৮। তারপরই ভয়ঙ্কর হয়ে ওঠে কিষাণ-পোলার্ড জুটি। ১১৯ রান তোলেন তাঁরা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে মুম্বই হোঁচট খায় নবদীপ সাইনির বোলিংয়ে, মাত্র সাত রান তোলে। আরসিবি শেষ বলে সেই রান তাড়া করে তুলে ফেলে ম্যাচ পকেটে পুরে ফেলে।