নয়াদিল্লি: একবিংশ শতকে ভারতের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) হিসেবে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে বেছে নিল উইজডেন। ব্যাট, বল ও ফিল্ডিং-এই তিন বিভাগেই ভারতীয় দলে জাডেজার অবদান খুবই উল্লেখযোগ্য। তাঁর পারফরম্যান্সের বিশ্লেষণ করতে উইজডেন ব্যবহার করেছে ক্রিকভিজ-এর। ক্রিকেটে বিস্তারিত বিশ্লেষণের মাধ্যম ক্রিকভিজ।
জাডেজার এমভিপি রেটিং ৯৭.৬। তাঁর স্থান শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। আর এর পরিপ্রেক্ষিতে জাডেজা হয়েছেন একবিংশ শতকের দ্বিতীয় সবচেয়ে বেশি মূল্যবান টেস্ট প্লেয়ার।
ক্রিকভিজ-এর ফ্রেডি ওয়াইলডে উইজডেনকে বলেছেন, স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ভারতের এক নম্বর হওয়াটা আশ্চর্যের মনে হতে পারে। কারণ, ভারতের টেস্ট দলে তিনি সবসময় স্বাভাবিক পছন্দ থাকেন না। তবে যখন তিনি খেলেন, তখন তাঁকে প্রথমসারির বোলার হিসেবে নেওয়া হয় এবং তিনি ছয় নম্বরে ব্যাট করেন। সবমিলিয়ে ম্যাচে তাঁর অবদান বেশ ভালো পরিমাণে থাকে।
ফ্রেডি বলেছেন, ৩১ বছরের জাডেজার বোলিং গড় ২৪.৬২, যা শ্যেন ওয়ার্নের থেকে ভালো। তাঁর ব্যাটিং গড় ৩৫.২৬, যা শ্যেন ওয়াটসনের থেকে ভালো। তাঁর ব্যাটিং ও বোলিং গড়ের ফারাক ১০.৬২ রান, যা চলতি শতকে যাঁরা ১০০০-র বেশি রান ও ১৫০ উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে দ্বিতীয় সেরা। তিনি উচ্চ গুণমানের অলরাউন্ডার।
উল্লেখ্য, ভারতীয় দলে জাডেজার অভিষেক হয়েছিল ২০০৯-এ। তিনি এখনও পর্যন্ত ৪৯ টেস্ট, ১৬৫ একদিনের ম্যাচ ও ৪৯ টি ২০ ম্যাচ খেলেছেন।
উল্লেখ্য, গত সোমবার রবীন্দ্র জাডেজা ও ক্রুণাল পান্ডের মধ্যে কে সেরা- অনুরাগীদের মধ্যে এই বিতর্কে ট্যুইটারে ট্রেন্ড হয়েছিলেন জাডেজা।



যদিও এ ধরনের তুলনা কার্যত অর্থহীন বলা যেতে পারে। কারণ, জাডেজা একজন অভিজ্ঞ খেলোয়াড়। আর ক্রুনালের ভারতীয় দলে অভিষেক হয়েছে ২০১৮-তে। এখনও পর্যন্ত তিনি ১৮ টি ২০ ম্যাচ খেলেছেন।