মুম্বই: দেখতে দেখতে এক দশক পার। ১০ বছর আগে ২৩ জুন শেষ কোনও আইসিসি ট্রফি জিতেছিল ভারত (ICC Champions Trophy)। বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে।


আর সেই ফাইনালের নায়ক ছিলেন রবীন্দ্র জাডেজা। যিনি ইংরেজদের বিরুদ্ধে ব্যাটে ও বলে জ্বলে উঠেছিলেন। প্রথমে ব্যাট হাতে ২৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস। যা ভারতের স্কোরকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিয়েছিল। পরে বল হাতে ২ উইকেট। শিকারের তালিকায় ইয়ান বেল ও জস বাটলারের মতো বড় নাম। ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। সেই টুর্নামেন্টের সেরা বোলারও হয়েছিলেন জাড্ডু। ৫ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট।


শুক্রবার আর এক ২৩ জুন। আর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এক দশক পূর্তিতে রোমাঞ্চিত জাডেজা। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন। ১০ বছর আগের সেই ফাইনালের পরের ছবি। হাতে ধরা দুটি পুরস্কার। ম্যাচের সেরার স্বীকৃতি। সঙ্গে সেরা বোলারের পুরস্কার। জাডেজা লিখলেন, 'সোনার ছেলে। লক্ষ্যপূরণ হয়েছিল'। জাডেজার সেই ট্যুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।


 






বার্মিংহামের সেই রাত এখনও সকলের মনে উজ্জ্বল হয়ে রয়েছে।


২০১৩ সালের ২৩ জুন। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনাল। মুখোমুখি ভারত ও ইংল্যান্ড (Ind vs Eng)। কিন্তু শুরুতেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। যার জন্য ওয়ান ডে ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দিতে হয়। ম্যাচটি কার্যত টি-টোয়েন্টিই হয়ে দাঁড়ায়। প্রত্যেক দল যেখানে ২০ ওভার করে খেলার সুযোগ পায়।


আর রুদ্ধশ্বাস সেই ম্যাচে অ্যালেস্টেয়ার কুকের ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া। সেই শেষ। তারপর দেখতে দেখতে ১০ বছর কেটে গিয়েছে। আর কোনও আইসিসি (ICC) ট্রফি জেতেনি ভারত। ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল - একের পর এক আইসিসি টুর্নামেন্টের বড় ম্যাচে হেরে বিদায় নিয়েছে ভারত।


শুক্রবার ফের এক ২৩ জুন। ধোনির নেতৃত্বে ইংল্যান্ড-বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের এক দশক পূর্তি। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভারতের শেষ আইসিসি ট্রফি জয়ের সুখস্মৃতি রোমন্থন চলল। পাশাপাশি চলল ভক্তদের হাহুতাশ। অনেকেই প্রশ্ন করলেন, ফের কবে আইসিসি ট্রফি জিতবে ভারত? কবে কাটবে আইসিসি ট্রফির খরা?



আরও পড়ুন: নেতৃত্বে রোহিতই, ক্যারিবিয়ান সফরের জন্য ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের ঘোষণা করল বিসিসিআই