এমন বিশ্ব রেকর্ড গড়লেন হরমনপ্রীত, যা পুরুষদের ক্রিকেটেও নেই
ফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে ভারতের হয়ে নক আউট ম্যাচে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলে। ২০০০ সালে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
এমনই একটা রেকর্ড নক আউট ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড। ওপেনার হিসেবে না নেমেও নক আউট ম্যাচে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়লেন হরমনপ্রীত।মহিলা ও পুরুষ-উভয় ক্রিকেটের ক্ষেত্রেই এটা রেকর্ড। নক আউট ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহের কৃতিত্বও তাঁর দখলে এল।
সেমিফাইনালে হরমনপ্রীত এমন একটা ইনিংস খেলেছেন যে, অনেক ছোট বড় রেকর্ডই তছনছ নয়ে গিয়েছে।
২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে কোণঠাসা হয়ে যায় আগেরবারের চ্যাম্পিয়ন দল। ৩৬ রানে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারায় ভারত।
হরমনপ্রীত কউরের অপরাজিত ১৭১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -