Taekwondo: পেশায় ডাক্তার, তবে নেশা তাইকোন্ডো, প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেন দ্বৈপায়ন বিশ্বাস
Dwaipayan Biswas: পাঁচ বছর সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন দ্বৈপায়ন বিশ্বাস। তারপর সেনা থেকে অবসর নেন তিনি।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রচিত হল ইতিহাস । ভারতের প্রথম এবং একমাত্র ডাক্তার হিসাবে কুক্কিওনে ইতিহাস গড়লেন বাংলার দ্বৈপায়ন বিশ্বাস । তাইকোন্ডোতে (Taekwondo) পেলেন চতুর্থ ড্যান ব্ল্যাক বেল্ট ।
দ্বৈপায়নের সিভি ঝাঁ চকচকে । আর জি করের প্রাক্তনী অতীতে ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত ছিলেন । পাঁচ বছরের অধিক সময়ে সেনাবাহিনীর চিকিৎসর হিসাবে দায়িত্বে ছিলেন দ্বৈপায়ন । তিনি মেজর পদে সেনাবাহিনী থেকে অবসর নেন। পরবর্তীতে তিনি ২০০৬ সালে থেকে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এনআরএসে কাজ করা শুরু ।
পেশায় ডাক্তার হলেও ২০১৬-১৭ সালে নিরাপত্তাজনিত কারণেই শুরু হয় তাইকোন্ডো শেখা । সেই সময় বিভিন্ন হাসপাতাল হাসপাতালে ডাক্তারদের উপর আক্রমণ যখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়, সেই সময়ই আত্মরক্ষার তাগিদেই প্রথমে তাইকোন্ডো শেখা শুরু করেন দ্বৈপায়ন । শুধু নিজে শেখা নয়, বাকিদের আত্মরক্ষার জন্যও তাইকোন্ডো শেখায় উৎসাহ দেন দ্বৈপায়ন । তাইকোন্ডোর সাহায্যে স্ট্রেস ম্যানেজ করার পাশাপাশি অনুশাসন তৈরি করতেও সাহায্য করে। দুইই ডাক্তারদের পেশায় অত্যন্ত জরুরি ।
সেই লক্ষ্যেই এনআরএসে জুনিয়র ডাক্তারদেরও তাইকোন্ডো শেখার সুযোগ করে দেওয়ার আবেদন করেন দ্বৈপায়ন । স্বাস্থ্য়ভবন থেকে মেলে অনুমতি । শুরু হয় অনুশীলন । তাঁর উৎসাহ এবং তাগিদেই এনআরএসে রমরমিয়ে চলতে থাকে অনুশীলন। এই অনুশীলনে অংশগ্রহণকারী ডাক্তারের সংখ্যা বাড়তে বাড়তে তা ১০০ ছাড়ায় । তবে পরবর্তীতে তিনি বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে বদলি হয়ে গেলে এই অনুশীলন ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ।
সেই ২০১৭ সালে তাইকোন্ডোতে প্রথম ড্যান ব্ল্যাক বেল্ট পান দ্বৈপায়ন । সময় কাটে, বদলি হয়, তবে স্থান বদল হলেও, তাঁর তাইকোন্ডো অনুশীলন থামেনি । নিজে তাইকোন্ডোর অনুশীলন ছাড়েননি। তার আট বছর পর এল চতুর্থ ড্যান ব্ল্যাক বেল্ট। গ্র্যান্ডমাস্টার Seongkuk Jeong সিয়ংকুক জংয়ের হাত থেকে তিনি চতুর্থ ড্যান ব্ল্যাক বেল্ট পান । বাংলা তথা গোটা ভারতবর্ষে তিনিই প্রথম ব্যক্তি হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন ।
বর্তমানে আর জি করের ডেপুটি সুপারইনটেনডেন্ট পদে রয়েছেন তিনি । গত বছরই তিনি বদলি হয়ে আর জি করে যোগদান করেন । আর জি করে কর্তব্যরত থাকাকালীনই এই নতুন ইতিহাস রচনা করলেন দ্বৈপায়ন ।






















