বার্বাডোজ : এই টুর্নামেন্ট শেষে তিনি নিজের পোস্ট থেকে সরে দাঁড়াবেন বলে আগেই ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু, ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কাজেই, এরকম একজন মানুষ যখন ভারতীয় দলের হেড কোচ যাঁর সঙ্গে হাসিখুশিতে কাজ করে গেছে গোটা টিম ইন্ডিয়া। শুধু তা-ই নয়, প্লেয়ারদের কঠিন সময়ে তাঁদের পাশে থেকেছেন, তাঁদের উজ্জীবিত করেছেন। তাই, তাঁর জন্যও এই বিশ্বকাপটা জিততে মরিয়া ছিলেন রোহিত শর্মা বাহিনীর প্রত্যেক সদস্য। আর বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে যেভাবে ফেয়ারওয়েল দিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা, তা সত্যিই অতুলনীয়। চিরকাল মনে গেঁথে রাখার মতো। তাঁকে কাঁধে তুলে নেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
ঐতিহাসিক মুহূর্ত। চাপের মুহূ্র্তে নার্ভ না হারিয়ে, ধৈর্য্য ধরে লড়াইয়ের জয় টি২০ বিশ্বকাপ। যার উপর লেখা থাকবে টিম ইন্ডিয়ার দলগত লড়াইয়ের কাহিনি। আর এর পেছনে অন্যতম কারিগর অবশ্যই 'দ্য ওয়াল', 'মিস্টার ডিপেন্ডবল' রাহুল দ্রাবিড়। কাজেই, ১৩ বছর আগে ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর যে মুহূর্ত তৈরি করেছিলেন বিরাট, সেই একই মুহূ্র্ত ফিরিয়ে আনলেন তিনি। সেবার তিনি ঘাড়ে তুলে নিয়েছিলেন কিংবদন্তি সচিন তেণ্ডুলকরকে, আর এবার আনন্দে তুলে নিলেন রাহুল দ্রাবিড়কে। প্রকৃত অর্থে সম্মান জানালেন তাঁকে। কোহলির সঙ্গে হাত লাগান ক্যাপ্টেন রোহিত। যে রোহিত বরাবর কোচ দ্রাবিড়ের স্বাধীনতা দেওয়াকে কুর্নিশ জানিয়েছেন। বিরাট-রোহিত রাহুলকে তুলে উপরে ছোড়ার মুহূর্তে শামিল হলেন টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্যরাও।
দ্রাবিড় হেড কোচ থাকাকালীন একাধিক সাফল্যের মুকুট পরেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ও গত বছর শেষ হওয়া একদিনের বিশ্বকাপে। কিন্তু, গোটা টুর্নামেন্টে ভাল খেলেও শেষ মুহূ্র্তে দুই শিরোপাই হাতছাড়া করতে হয় রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে। ১২ মাসেরও কম ব্যবধানে আরও একটা আইসিসি ট্রফির ফাইনালে অবশ্য সেই ব্যর্থতার গ্লানি ধুয়েমুছে সাফ হয়ে গেল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতে নিল ভারত। এদিকে, টি২০ থেকে অবসর ঘোষণা করা বিরাট এদিন 'ম্যান অফ দ্য ম্যাচের' সম্মান জিতে নিলেন। ৫৯ বলে ৭৬ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। যার ওপর ভর করে ভারত ১৭৬ রান তোলে। বাকি কাজটা সেরে দেন হার্দিক পাণ্ড্য, জশপ্রীত বুমরা, অক্ষর পটেল ও অর্শদীপ সিংরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।