নয়াদিল্লি: আগামী ২৭ নভেম্বর শুরু হচ্ছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। এই সফরের জন্য ভারতের দল ঘোষণা হয়েছে। ভারতীয় দলের হিটম্যান রোহিত শর্মাকে টি ২০, একদিন ও টেস্ট-কোনও দলেই রাখা হয়নি। চোটের কারণে চলতি আইপিএলে গত দুটি ম্যাচে খেলেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। যদিও আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতে পারেন তিনি। রো-হিট-এর নেট প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স রোহিতের অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ভিডিওতে রোহিতকা লম্বা ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে।
একইসঙ্গে রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজের দলে না রাখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দানা বেঁধেছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আভাসে ইঙ্গিতে রোহিতকে দলে না রাখা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে গাওস্কর বলেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় নেই। কিন্তু আমি মুম্বই ইন্ডিয়ান্স নেটে রোহিতকে প্র্যাকটিশ করতে দেখিয়েছে। সেজন্য জানা নেই ওর চোট কী ধরনের। কেননা, চোট গুরুতর হলে ও প্যাড পরে নেটে আসত না। আমরা এমন এক সিরিজ নিয়ে কথা বলছি যা, নভেম্বরের শেষে টি ২০ ও একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে। কিন্তু টেস্ট ১৭ ডিসেম্বর শুরু হবে। তার এখনও দেড় মাস বাকি। রোহিত যখন মুম্বই ইন্ডিয়ান্সের নেটে অনুশীলন করছে, তখন সত্যি কথা বলতে কী ওর কী ধরনে চোট তা আমার জানা নেই।
গাওস্কর আরও বলেছেন, আমার মনে হয় কিছুটা পারদর্শীতা ও খোলামেলা থাকলে সবাইয়ের বুঝতে সুবিধা হত যে, রোহিতের কী হয়েছে। ভারতীয় দলের সমর্থকরা এ সমস্ত ব্যাপার জানার অধিকারি। আমি ফ্র্যাঞ্চাইজির কথা বুঝতে পারি। তারা ম্যাচ জিততে চায়, প্রতিপক্ষকে কোনও ধরনের মানসিকভাবে সুবিধা দিতে চায় না। কিন্তু আমরা ভারতীয় দলের কথা বলছি। উদাহরণ হিসেবে বলা যায়, ময়াঙ্ক অগ্রবালও খেলছে না। ভারতীয় দলের সমর্থকরা জানতে চান, এই দুই প্রধান খেলোয়াড়ের সঙ্গে কী হচ্ছে।
উল্লেখ্য, কিংস ইলেভেন পঞ্জাবের ওপেনার ময়াঙ্ক গত দুটি ম্যাচে খেলেননি। এ সত্ত্বেও তাঁকে অস্ট্রেলিয়া সফরে টি ২০, একদিন ও টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে নেই রোহিত, প্রশ্ন তুললেন গাওস্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Oct 2020 06:11 PM (IST)
আগামী ২৭ নভেম্বর শুরু হচ্ছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। এই সফরের জন্য ভারতের দল ঘোষণা হয়েছে। ভারতীয় দলের হিটম্যান রোহিত শর্মাকে টি ২০, একদিন ও টেস্ট-কোনও দলেই রাখা হয়নি। চোটের কারণে চলতি আইপিএলে গত দুটি ম্যাচে খেলেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -