মুম্বই: চোটের জন্য দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ (Test Series) থেকে ছিটকে গিয়েছেন রতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।  এদিন বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হল। এমনকী রুতুরাজের পরিবর্ত হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ যে ভারতীয় দলে ঢুকে পড়লেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোর পেয়েছিলেন রুতুরাজ। আঙুলের সেই চোটই কাল হল তাঁর। আপাতত বেঙ্গালুরুর এনসিএতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। 


রুতুরাজের চোট পাওয়ার পর মনে করা হয়েছিল পূজারা বা রাহানের মধ্যে যে কোনও একজনকে হয়ত দলে ডাক দেওয়া হবে। কিন্তু আর পেছনে ফিরে তাকাতে নারাজ টিম ম্যানেজেমেন্ট ও বোর্ড। তাই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা তরুণ ওপেনার অভিমন্যু ঈশ্বরণের ওপরই আস্থা রাখছে নির্বাচকমণ্ডলী। বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে এদিন বলেছেন, ''চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে বাদ পড়েছেন রুতুরাজ। তাঁর বদলিও ঘোষণা করা হয়েছে। রুতুরাজের বদলে জায়গা পেয়েছেন ঈশ্বরণ।''


২৬ তারিখ থেকে শুরু সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট। আর সেই দিনই শুরু ভারতীয় এ দল ও দক্ষিণ আফ্রিকা এ দলের মধ্যে চারদিনের ম্য়াচ। সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে গেলেন কেকেআরের এই পেসার। এছাড়া ভারতীয় এ দলে আরও তিনজনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। তাঁরা হলেন রজত পাতিদার, রিঙ্কু সিংহ ও সরফরাজ খান। কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়া হয়েছে। 


চারদিনের ম্যাচের জন্য ভারতীয় এ স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাতিদার, সরফরাজ খান, তিলক ভার্মা, রিঙ্কু সিংহ, ধ্রুব জুড়েল, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, নভদীপ সাইনি, আকাশ দীপ, বিদ্ধত কাভিরাপ্পা, মানব ঠাকুর


এদিকে, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে সিদ্ধান্ত নিলেন ঈশান কিষাণ।  মানসিক স্বাস্থ্য, আর সেই ইস্যুকে প্রাধান্য দিতেই  এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন  এই তরুণ উইকেটকিপার ব্যাটার। 


বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও  সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ।  নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, "ঈশান টিম ম্যানেজমেন্টকে এই বিষয় জানিয়েছে।  ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চায়। এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছু সময় বিরোতি চাইছে ও।  আমরা ওর  সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি।"