জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে হারের জন্য নিজেদের দুর্ভাগ্যকে দায়ী করলেও, বিপক্ষ দলকে কৃতিত্ব দিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে কৃতিত্ব দিতেই হবে। ওরা দেখিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই করার ক্ষমতা আছে। ওদের জয় প্রাপ্য ছিল।’
বিরাট আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা দারুণ দল। ওরা ভাল খেলবে এটা আমরা জানতাম। ওরা সেটাই করেছে। এই সিরিজে আরও একটি ম্যাচ জেতার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা সেটার জন্য তৈরি।’
গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল করে ৭ উইকেটে ২৮৯ রান। ভারতীয় ইনিংসের মাঝপথে বজ্রপাতের জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও, ওভার সংখ্যা কমানো হয়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে বৃষ্টির জন্য ফের বন্ধ হয়ে যায় খেলা। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ২৮। ডাকওয়ার্থ-লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকার টার্গেট হয় ২০২। পাঁচ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শেষ হওয়ার পর হারের জন্য আবহাওয়াকে দায়ী করে বিরাট বলেছেন, ‘খেলা বন্ধ হয়ে যাওয়ার পর যখন ফের শুরু হয়, তখন শিখর ও জিঙ্কস (অজিঙ্ক রাহানে) ব্যাট করছিল। সেই সময় উইকেটের চরিত্র বদলে যায়। বিরতির আগে যেরকম উইকেট ছিল, খেলা শুরু হওয়ার পর ব্যাট করা তার চেয়ে কঠিন হয়ে যায়। সেই সময় তাপমাত্রা অনেকটা কমে যায়, উইকেট দ্রুতগতির হয়ে যায়। তার ফলে দক্ষিণ আফ্রিকার সুবিধা হয়। ওভার সংখ্যা কমে যাওয়ারও সুবিধা পায় দক্ষিণ আফ্রিকা।’
রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ায় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়ে বিরাট বলেছেন, ‘(ডেভিড) মিলার আর ওদের উইকেটকিপার (হেইনরিখ ক্লাসেন) দারুণ ব্যাটিং করেছে। আমরা যখন এবি-কে (ডিভিলিয়ার্স) আউট করে দিলাম, ভেবেছিলাম ম্যাচ জিতে যাব। কিন্তু ওরা দু’জন আমাদের হারিয়ে দিল।’
যোগ্য দল হিসেবেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
11 Feb 2018 04:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -