কলকাতা: আজ মঙ্গলবার ৪৫-এ পা দিয়েছেন মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সারা বিশ্বজুড়েই অনুরাগী ও ক্রীড়াব্যক্তিত্বরা একশটি সেঞ্চুরির মালিককে। এরইমধ্যে প্রাক্তন পেসার ড্যামিয়েন ফ্লেমিংয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া যে ভিডিওটি পোস্ট করেছে, তা নিয়ে ক্ষুব্ধ সচিন অনুরাগীদের একাংশ।
মাঠে একে অপরের সঙ্গে বহু স্মরণীয় টক্করের পাশাপাশি সচিন ও ফ্লেমিংয়ের জন্মদিনটি একই। ফ্লেমিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া যে ভিডিও পোস্ট করেছে তাতে অসি পেসারকে যাঁকে আউট করতে দেখা যাচ্ছে, তিনি আর কেউ নন- সচিন।



এতেই চটেছেন সচিন অনুরাগীরা। তাঁরা ট্যুইটারের মাধ্যমে একহাত নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে।
একজন লিখেছেন, যতগুলিই নিষেধাজ্ঞা হোক না কেন, অস্ট্রেলিয়ানরা আর বদলাবে না..। সচিনের জন্মদিনেই কিনা একটা ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে ফ্লেমিংয়ের বলে সচিনকে বোল্ড হতে দেখা যাচ্ছে। সচিন ছাড়া কি অন্য কোনও ব্যাটসম্যানকে খুঁজে পাওয়া গেল না?
আর একজনের শ্লেষ, মাথাটা একেবারে গেছে দেখছি..লজ্জিত হওয়া উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার।
কেউ কেউ আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের দাপুটে ব্যাটিংয়ের কথা মনে করিয়ে খোঁচা দিয়েছেন সিএ-কে।
অনেকে আবার সাম্প্রতিক বল-বিকৃতি কেলেঙ্কারির ঘটনার কথা উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিদ্রুপ করেছেন।




















উল্লেখ্য, ২০১৩-র নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন। এখনও তিনি ক্রিকেট অনুরাগীদের মধ্যে সমান জনপ্রিয়।
টেস্ট ও একদিনের ক্রিকেটে তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ২০০ টেস্টে তাঁর সংগ্রহ ১৫,৯২১ রান। ৪৬৩ একদিনের ম্যাচে তিনি করেছেন মোট ১৮,৪২৬ রান। এর বাইরে এই ব্যাটিং কিংবদন্তীর দখলে রয়েছে আরও অনেক রেকর্ড।