বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের (Pakistan Football Team) হতশ্রী পারফরম্যান্স অব্যহত। দুই ম্যাচে ৮ গোল হজম করতে হল পাকিস্তানকে। পাল্টা কোনও গোল করতে পারেনি পাক দল। এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪-০ গোলে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে সুনীল ছেত্রী (Sunil Chhetri) হ্যাটট্রিক করেছিলেন। শনিবার কার্যত বাঁচার লড়াই ছিল পাক দলের। কিন্তু দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলাল না। কুয়েতের কাছেও ৪-০ গোলে হারল পাকিস্তান দল। এই গ্রুপ থেকে ভারত ও কুয়েতই সেমিফাইনালে পৌঁছে গেল। ছিটকে গেল পাকিস্তান ও নেপাল।
সাফ চ্যাম্পিয়নশিপের (SAAF Championship) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়ে দিল ব্লু টাইগার্স। গোল করলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও নাওরেম মহেশ সিংহ।
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা ২ ম্য়াচে জিতল ভারত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে নেপালকেও হারাল ব্লু টাইগার্স। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরু থেকেই দাপট ছিল ভারতের।
এ নিয়ে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত ভারত। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ওমানের কাছে পরাজয়ই দেশের মাটিতে ভারতের শেষ হার। তারপর থেকে আর কোনও বিদেশি দলই ভারতকে তাদের মাটিতে হারাতে পারেনি।
যদিও শনিবার ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ভারতকে ০-০ বেঁধে রেখেছিল নেপাল। দ্বিতীয়ার্ধে গোল করেন সুনীল ছেত্রী ও নাওরেম মহেশ সিংহ। তাতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় ভারতের।
আগের ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল ভারতের কোচ ইগর স্তিমাচকে। যে কারণে শনিবার ডাগ আউটে থাকতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে পরিচালনা করেন সহকারী কোচ মহেশ গাউলি। তবে তাতে ভারতের খেলার খুব একটা প্রভাব পড়েনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial