মুম্বই: ঋদ্ধিমান সাহার ব্যাটে ভর করে ইরানি ট্রফিতে গুজরাতের ৩৭৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জয় হাসিল করল অবশিষ্ট ভারত। এরমধ্যে ঋদ্ধির ব্যাট থেকেই এল অপরাজিত ২০৩ রান। এটাই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কেরিয়ারের সবচেয়ে বেশি রান। তাঁকে যোগ্যসঙ্গত দিলেন চেতেশ্বর পূজারা। তিনি ১১৬ রানে অপরাজিত থাকেন। ছয় উইকেট হাতে রেখেই দুটি সেশন বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অবশিষ্ট ভারত।
গতকাল ঋদ্ধি ১২৩ ও পূজারা ৮৩ রানে অপরাজিত ছিলেন। দলের রান ছিল ৪ উইকেটে ২৬৬। ব্র্যাবোর্নে এদিন এই অবিচ্ছিন্ন জুটিই পার্থিব পটেলের দলের বিরুদ্ধে জয় নিশ্চিত করে। পঞ্চম উইকেটে যোগ হয় ৩১৬ রান।
ইরানি ট্রফির ইতিহাসে রেকর্ডও গড়লেন ঋদ্ধি। প্রথম উইকেটরক্ষক হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন তিনি। তাঁর ২৭১ বলের ইনিংসে রয়েছে ৬ টি ওভারবাউন্ডারি এবং ২৬ টি বাউন্ডারি।
আগামীমাসে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল নির্বাচন। তার আগে বাংলার এই ক্রিকেটারের ইনিংস দল বাছাইয়ের ক্ষেত্রে তাঁকে যে কয়েক ধাপ এগিয়ে দিল তা নিঃসন্দেহেই বলা যায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের পর চোটের জন্য বাদ পড়েন ঋদ্ধিষ তাঁর জায়গায় দলে আসেন পার্থিব পটেল। পার্থিব ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতেও সফল হন। এই অবস্থায় ভারতীয় দলের প্রথম উইকেটরক্ষক হওয়ার দৌড়ে পার্থিবের সঙ্গে ঋদ্ধির লড়াইয়ের একটা সম্ভাবনা দেখা দেয়। সেই পার্থিবের নেতৃত্বাধীন রঞ্জি জয়ী দলকেই ইরানি ট্রফিতে হারিয়ে দিল অবশিষ্ট ভারত। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ঝলমলে শতরান করলেন ঋদ্ধি।
এদিকে, জাতীয় নির্বাচক দলের প্রধান এমএসকে প্রসাদ ইঙ্গিত দিয়েছেন যে, আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরছেন ঋদ্ধি। তিনি সাফ জানিয়েছেন, ইরানি ট্রফি ঋদ্ধির কাছে ট্রায়াল ছিল না। এই ম্যাচ ছিল ঋদ্ধির ফিটনেসের পরীক্ষা।পার্থিবই আমাদের প্রথম পছন্দের।
প্রসাদ আরও বলেছেন, চোটের জন্যই দলের বাইরে চলে গিয়েছিল ঋদ্ধি, ফর্মের জন্য নয়।
ঋদ্ধির রেকর্ড ডাবল সেঞ্চুরি, ইরানিতে হার পার্থিবের গুজরাতের
ABP Ananda, web desk
Updated at:
24 Jan 2017 06:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -