প্যারিস: ফরাসি ওপেনের সেমিতে আজ নামতে চলেছেন নোভাক জকোভিচ। প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাজ। যিনি আবার এই টুর্নামেন্টে এবারের শীর্ষবাছাই। ফলে সার্বিয়ান টেনিস তারকার সামনে যে শক্ত গাঁট তা বলার অপেক্ষা রাখে না। নোভাক ২২ গ্র্যান্ডস্লাম জয়ের মালিক। অন্যদিকে কার্লোস আলকারেজকে অনেকেই ভবিষ্যতের নাদালের সঙ্গে তুলনা করছেন। গ্রিসের সিসিপাসের বিরুদ্ধে একপেশে লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিলেন স্পেনের এই তরুণ টেনিস প্লেয়ার।


জোকার কোয়ার্টারে জিতেছিলেন রাশিয়ার কারেন খাচানভের বিরুদ্ধে। ৩ ঘণ্টা ৩৮ মিনিটের কঠিন লড়াই শেষে জয় ছিনিয়ে নেন নোভাক। তবে প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হেরে যান জোকার। দ্বিতীয় সেটে ১৪টি আনফোর্সড এরর সমস্যা বাড়ায় জকোভিচের। যদিও টাইব্রেকারে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি, এই সেট জেতেন ৭-৬ (৭-০) ব্যবধানে। তৃতীয় ও চতুর্থ সেটও জিতে ম্যাচ নিজের মুঠোয় করে নেন সার্বিয়ান তারকা। তবে আলকারেজের শক্তিশালী সার্ভ ও ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ডের সামনে আজ কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নোভাককে। স্পেনের ২০ বছরের তরুণ টেনিস তারকা আলকারাজ স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন গ্রিসের সিসিপাসকে। আলকারাজ গত বছর সেপ্টেম্বরে ইউএস ওপেন জিতেছিলেন। কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে এগােচ্ছেন আলকারাজ। উল্লেখ্য,  আগের ম্য়াচে একাধিক আনফোর্সড এরর করেছিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই জোকার। এখন দেখার কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে আরও একধাপ এগােতে পারেন কি না তিনি।


নিজের থেকে ১৬ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার আগে আলকারাজকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন জোকার। তিনি বলেন, ''কোর্টে নিজেকে দারুণ ভাবে মেলে ধরতে পারে আলকারাজ। কোর্টের ভিতরে এবং বাইরে ও মানুষ হিসাবে দারুণ। কোর্টে ওর মতো প্রতিদ্বন্দ্বী পাওয়া মুশকিল। ওর দেশেরই একজন খেলোয়াড়ের কথা মনে পড়ে যায়, যে বাঁ হাতে খেলে।'' সার্বিয়ান তারকা আরও বলেন, ''এই সাফল্যের যোগ্য জোকোভিচ। কোনও সন্দেহ নেই এতে। কঠোর পরিশ্রম করছে। সম্পূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। যদি সেরা খেলোয়াড়কে হারাতে হয়, আপনাকেও সেরা হতে হবে। এ বারের ফরাসি ওপেনে ওকে হারানোই আসল চ্যালেঞ্জ। সেই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।''


রোলঁ গ্যারোজ়ে ফাইনালে  মুচোভার প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বের এক নম্বর ইগা সোয়াটেক। যিনি অন্য সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে ৬-২, ৭(৯)-৬(৭) ব্য়বধানে হারিয়ে দেন। আগামীকাল খেতাবি লড়াইয়ে নামবে ২ টেনিস সুন্দরী। বিশ্বের ১ নম্বর পজিশন ধরে রাখতে সোয়াটেককে জিততেই হবে।