লন্ডন: বেশ কয়েকবার তাঁর সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করলেও গোপন করেছিলেন। সেই অপরাধে শাকিব আল হাসানকে দুবছরের জন্য নির্বাসিত করেছিল আইসিসি। শাকিব দোষ স্বীকার করায় পরে যে শাস্তির মেয়াদ কমে দাঁড়ায় এক বছরে।


এবার বিশ্ব ক্রিকেটের নিয়ম নির্ধারণকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্যপদ ছাড়লেন শাকিব।

৩২ বছরের অলরাউন্ডারকে নিয়ে কড়া সিদ্ধান্তের কথা মঙ্গলবারই জানিয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অভিযোগ উঠেছিল, ভারতীয় বুকি দীপক অগ্রবাল তাঁকে গড়াপেটার প্রস্তাব দিলেও সেটা আইসিসি-র দুর্নীতি দমন শাখাকে জানাননি শাকিব। যা আইসিসি-র নিয়মবিরোধী। শাকিব নিজেও তাঁর অপরাধ কবুল করে নিয়েছেন। তাই শাস্তি মকুব বা কমানোর কোনও আবেদন তিনি করেননি। আসন্ন ভারত সফর ছাড়াও পরের বছর আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। বুধবার এমসিসি জানিয়েছে, তাদের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ২০১৭ সালের অক্টোবরে এই কমিটিতে যোগ দিয়েছিলেন শাকিব। সিডনি ও বেঙ্গালুরুতে দুটি বৈঠকেও যোগ দিয়েছিলেন।

প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ও আম্পায়ারদের নিয়ে গঠিত এমসিসি-র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি বছরে দুবার করে বৈঠক করে। পরের বৈঠক হবে আগামী মার্চে, শ্রীলঙ্কায়। কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন, ‘কমিটি থেকে শাকিবকে হারিয়ে আমরা দুঃখিত। কারণ গত দুবছরে ওর অবদান ছিল দারুণ। তবে ক্রিকেটের স্পিরিটের রক্ষাকর্তা হিসাবে ওর এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি আর মনে করি এটা একেবারে সঠিক সিদ্ধান্ত।’

জানা গিয়েছে, ভারতীয় বুকি অগ্রবাল তিনবার মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শাকিবের কাছে প্রথম একাদশ ও দলের কৌশল জানতে চেয়েছিল। যার মধ্যে ২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (এই দলেই খেলেন শাকিব) বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের আগে প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। ওই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ১৩ রানে জিতেছিল। এছাড়া ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডিনামাইটসের হয়ে খেলার সময় ও পরের বছরের জানুয়ারিতে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন বুকির প্রস্তাব পেয়েছিলেন শাকিব।